কোন সিনেমা ব্যবসা সফল হবে, আর কোনটা হবে ফ্লপ- এটা আগে থেকেই বলা মুশকিল। স্টার কাস্ট, কাহিনী এবং নামি পরিচালক থাকলেই যে সব সিনেমা বক্স অফিসে দুর্দান্ত আয় করবে, এমন কোনো কথা নেই। তাই বলা হয়, সিনেমা নাকি অনেকটা লটারির মতো!
যেমন আলিয়া অভিনীত ‘জিগরা’ কিংবা অজয় দেবগনের ‘ময়দান’ ছবিটি যে দর্শকের মন ভরাতে পারবে না, এটা কি কেউ মুক্তির আগে ভেবেছিলো!
শুধু ‘জিগরা কিংবা ‘ময়দান’ নয়, এমন আরো কিছু আশা জাগানিয়া হিন্দি সিনেমা আছে- যেগুলো মুক্তির আগে মনে করা হয়েছিলো তুমুল হিট হবে! চলতি বছরে ফ্লপ হওয়া তেমন পাঁচটি সিনেমার কথা থাকলো এখানে
জিগরা
মুক্তির আগে থেকেই আলোচনায় ছিল আলিয়া ভাট অভিনীত ‘জিগরা’ ছবিটি। যেখানে একজন বিচলিত তরুণীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। যেখানে তাকে তার ভাইকে জেল থেকে বের করে আনতে হয়। ছবিতে আলিয়ার ভাইয়ের চরিত্রে দেখা গেছে বেদাং রায়নাকে। ছবিটি পরিচালনা করেছেন ভাসান বালা। বক্স অফিসে ছবির মোট ৫৫.০৫ কোটি রুপি।
বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ
জমজমাট অ্যাকশনে ভরপুর সিকোয়েন্স অক্ষয় কুমার ও টাইগার শ্রফ অভিনীত সিনেমা ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’। ট্রেলার মুক্তির পর ছবিটিকে ঘিরে দর্শকদের প্রত্যাশা বেশ খানিকটা ছিল। কিন্তু মুক্তির পর সেই আশা পূরণ হল না দর্শকের। ফ্লপের গেরো কাটাতে তুরুপের তাস ছিল এই ছবি। অক্ষয়-টাইগার ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন আলিয়া এফ, সোনাক্ষী সিনহা, রনিত রায় এবং পৃথ্বীরাজ সুকুমারন। বক্স অফিসে ছবিটি সংগ্রহ করেছে ১০২.১৬ কোটি রুপি।
যোধা
সিদ্ধার্থ মালহোত্রা, রাশি খান্না এবং দিশা পাটানি অভিনীত ১৯৯৯ সালের প্রেক্ষাপটে নির্মিত ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট ৮১৪ এবং ভারতীয় ইতিহাসে অন্যান্য বিমান ছিনতাইয়ের ঘটনাগুলি ছবিটির অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল। তবে বক্স অফিসে চমক দেখাতে পারেনি এই ছবিটি। বক্স অফিসে মাত্র ৩৫.৫৬ কোটি রুপি আয় করেছিল ছবিটি।
চান্দু চ্যাম্পিয়ন
জীবনীমূলক ক্রীড়াভিত্তিক ড্রামা ‘চান্দু চ্যাম্পিয়ন’ কবির খান দ্বারা রচিত এবং পরিচালিত। কার্তিক আরিয়ান প্যারালিম্পিকে ভারতের প্রথম স্বর্ণপদক বিজয়ী মুরলিকান্ত পেটকারের চরিত্রে অভিনয় করেছেন। বক্স অফিসে ছবিটি সংগ্রহ করেছে মাত্র ৮৮.১৪ কোটি রুপি।
ময়দান
ভারতীয় জাতীয় ফুটবল দলের ম্যানেজার এবং কোচ ভারতীয় ফুটবলের স্থপতি হিসেবে বিবেচিত সৈয়দ আব্দুল রহিমের বাস্তব জীবনকে পর্দায় তুলে ধরা হয়েছে ‘ময়দান’ ছবিটির মধ্য দিয়ে। তবে এই ছবিটিও বক্স অফিস মাত করতে পারেনি। বক্স অফিসে ছবিটি আয় করেছে ৭১ কোটি রুপি।- ইন্ডিয়া টাইমস









