চলতি বছরটি ছিল সিনেমাপ্রেমীদের জন্য দারুণ একটি বছর। করোনাকালের খরা কাটিয়ে বক্স অফিসে সফল হয়েছে একাধিক সিনেমা। হলিউডের ১২টি সিনেমা পার করেছে ৪০০ মিলিয়ন ডলারের মাইলফলক। তার মাঝে ৮টি সিনেমা আয় করেছে ৫০০ মিলিয়ন ডলারের বেশি। ‘বার্বি’ ও ‘দ্য সুপার মারিও ব্রাদার্স’ ছবি দুটি আয় করেছে বিলিয়ন ডলার। এক নজরে দেখে নিন চলতি বছর সবচেয়ে বেশি আয় করা ১২টি সিনেমার তালিকা এবং সেগুলোর আয়।
বার্বি: ১৪৩ কোটি ডলার
দ্য সুপার মারিও ব্রাদার্স: ১৩৬ কোটি ডলার
ওপেনহেইমার: ৯৩ কোটি ডলার
গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম থ্রি: ৮৪ কোটি ডলার
ফার্স্ট এক্স: ৭০ কোটি ডলার
স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স: ৬৮ কোটি ডলার
দ্য লিটল মারমেইড: ৫৬ কোটি ডলার
মিশন: ইমপসিবল-ডেড রেকনিং পার্ট ওয়ান: ৫৬ কোটি ডলার
এলিমেন্টাল: ৪৮ কোটি ডলার
অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প: কোয়ান্টাম্যানিয়া: ৪৭ কোটি ডলার
ট্রান্সফরমার্স: রাইজ অব দ্য বিস্টস: ৪৩ কোটি ডলার
জন উইক: চ্যাপ্টার ফোর: ৪২ কোটি ডলার
সূত্র: লাইফস্টাইল এশিয়া








