প্যান ইন্ডিয়া ছবি ‘কেজিএফ’-এর হাত ধরে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন যশ। এর পর থেকে ভক্তরা বেশ আয়োজন করেই তার জন্মদিনটি উদযাপন করে থাকেন। কিন্তু প্রিয় তারকাকে সারপ্রাইজ দিতে দেয়ালে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তিনজনের। আহত হন তিন জন। কর্ণাটকে ঘটা এই দুর্ঘটনার পর মৃত ব্যক্তিদের পরিবারের সঙ্গে দেখা করতে ছুটে গিয়েছেন মর্মাহত যশ। আহতদের দেখতে হাসপাতালেও গিয়েছেন অভিনেতা।
অভিনেতা ভক্তদের বাড়িতে গিয়ে সমবেদনা জানান। সংবাদ মাধ্যমকে অভিনেতা জানান, তিনি এধরনের উন্মাদনা আশা করেননি। ভক্তদেরকে তাদের পরিবারের জন্য দায়বদ্ধ আচরণ করার জন্য অনুরোধ করেছেন অভিনেতা।
যশ বলেন, ‘যদি যেখান থেকেই আমাকে শুভেচ্ছা জানান, আমার জন্য সেটা হবে ভালো লাগার। এধরণের দুঃখজনক ঘটনায় আমার নিজের জন্মদিনকে নিজের ভয় লাগবে। এভাবে ভালোবাসা প্রকাশের প্রয়োজন নেই।’
তিনি আরও বলেন, ‘আপনাদের ভালোবাসা এভাবে প্রকাশ করবেন না অনুগ্রহ কয়রে। আপনাদের অনুরোধ করছি, ব্যানার টাঙাবেন না, বাইক চেজ করবেন না, বিপদজনক সেলফি তুলবেন না। জীবনটাকে এগিয়ে নিন, যেভাবে আমি নিচ্ছি। আপনারা যদি সত্যিই আমার ভক্ত হয়ে থাকেন তাহলে নিজেদের কাজগুলো দায়িত্ব নিয়ে করুন। নিজের জীবনটাকে এবং নিজেকে সুখী ও সফল করে তোলার চেষ্টা করুন। আপনারা আপনাদের পরিবারের সবকিছু। তাদের গর্বিত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যান।’
যশ জানান, এবছর তিনি নিজের জন্মদিন উদযাপন করেননি কারণ করোনা ভাইরাসের প্রকোপ বাড়ছে। মৃত ভক্তদের পরিবারগুলোকে তিনি আর্থিক সহায়তা দেবেন বলে জানিয়েছেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস







