দীর্ঘদিন ধরেই বলিউডের বিগ বাজেটের ছবি ‘রামায়ণ’র জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। যেই ছবিতে রামের ভূমিকায় দেখা যাবে বলিউড অভিনেতা রণবীর কাপুর ও রাবণের চরিত্রে দেখা যাবে দক্ষিণী তারকা যশকে।
ইতোমধ্যেই রণবীর কাপুর তার চরিত্রের প্রায় পুরোটাই শুট করে ফেলেছেন। এবার রাবণের চরিত্রের শুটিং শুরু করলেন দক্ষিণী তারকা যশ। দু’দিনের কস্টিউম ট্রায়ালের পর নিজের অংশের শুটিং শুরু করেছেন যশ। ছবির যুদ্ধের সিকোয়েন্স হবে সবচেয়ে বেশি ফোকাসড।
প্রতিবেদনে বলা হয়েছে, পরিচালক নীতেশ তিওয়ারি এক সপ্তাহের শিডিউল তৈরি করেছেন। এই শিডিউলে সবচেয়ে বেশি ফোকাস করবেন যুদ্ধের সিকোয়েন্সের দিকে। ছবির সঙ্গে যুক্ত একটি সূত্র মিড ডে-কে জানিয়েছে, ‘ছবির ওয়ার সিকোয়েন্সের শুটিং খুব বড় পরিসরে করতে হবে। পর্দায় রাবণকে শক্তিশালী দেখানোর জন্য বিভিন্ন ধরনের কোরিওগ্রাফি করা হবে।
এটি সবুজ পর্দায় শ্যুট করা ফুটেজের সংমিশ্রণ হবে এবং বাস্তব লোকেশনগুলিতে শ্যুট করা হবে, যেখানে ভারী ভিএফএক্স ব্যবহার করা হবে। এই দৃশ্যে রণবীরের চরিত্র রামের কোন প্রয়োজন হবে না। এটি রাম-রাবণের মুখোমুখি দৃশ্য হবে না। রণবীর ছাড়াও এই দৃশ্যের জন্য প্রয়োজনীয় অন্যান্য অভিনেতারাও এই শিডিউলে যোগ দেবেন।
এপ্রিলের শেষের দিকে ‘রামায়ণ’-এর প্রথম পর্বের কাজ শেষ হবে। আগামী বছর দীপাবলী উপলক্ষে ছবির প্রথম অংশ মুক্তি পেতে পারে। একই সঙ্গে ২০২৭ সালের দীপাবলী উপলক্ষে মুক্তি পেতে পারে ছবির দ্বিতীয় অংশ।
রণবীর কাপুর এবং যশ ছাড়াও আসন্ন এই ছবিতে সীতার ভূমিকায় দেখা যাবে সাই পল্লবীকে। এছাড়াও ছবিতে লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করবেন টিভি অভিনেতা রবি দুবে।









