বিশ্বকাপের বাছাইয়ের জন্য স্পেন দলে ডাক পেয়েছিলেন লামিন ইয়ামাল। তবে হঠাৎ করেই ছিটকে গেছেন। কারণ হিসেবে রয়াল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) জানিয়ছে, ইয়ামাল এখনো চোট কাটিয়ে উঠতে পারেননি। বার্সেলোনা এ তথ্য স্পেনের ফুটবল ফেডারেশনকে জানায়নি। ফলে বার্সাকে দোষ দিচ্ছে আরএফইএফ। অন্যদিকে, আগে থেকে ইয়ামালকে পর্যবেক্ষণে রাখেনি বলে, বার্সা পাল্টা দোষ দিচ্ছে ফেডারেশনকে।
১৮ বর্ষী এ তারকাকে গত সপ্তাহে স্পেন দলে ডেকেছিল। কিন্তু সোমবার বার্সেলোনায় তার একটি ছোট অস্ত্রোপচার করা হয়। এ বিষয়টি আরএফইএফকে জানানো হয়নি।
আরএফইএফ জানিয়েছে, বার্সা এ পরিস্থিতি সম্পর্কে তাদের কিছু জানায়নি, তাই এ সিদ্ধান্তে তারা অবাক। স্পেন জাতীয় দল জানিয়েছে, ইয়ামালের ৭ থেকে ১০ দিনের বিশ্রাম প্রয়োজন এবং তাই তাকে বার্সেলোনায় ফিরে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে।
বার্সেলোনা ইয়ামালের অস্ত্রোপচারের বিষয়টি ফেডারেশনের কাছে গোপন রাখে। স্পেনের ফুটবল ফেডারেশন এ বিষয় উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, ‘সোমবার, ১০ নভেম্বর দুপুরে জাতীয় দলের প্রশিক্ষণের শুরুর দিন ছিল। তখন আরএফইএফের চিকিৎসক ইয়ামালের অস্ত্রোপচারের বিষয়টি জানতে পারে। এতে আরএফইএফ অবাক হয়।
প্রশিক্ষণের দিন সকালেই ইয়ামালের পিউবিক অস্বস্তির জন্য একটি রেডিওফ্রিকোয়েন্সি চিকিৎসা দেয়া হয়েছিল। জাতীয় দলের মেডিকেল কর্মীদের জানানো ছাড়াই এই প্রক্রিয়াটি করা হয়। সোমবার রাতে একটি প্রতিবেদনের মাধ্যমে আরএফইএফ বিস্তারিত জানতে পারে। সেখানে ইয়ামালের ৭-১০ দিনের জন্য বিশ্রামের জন্য মেডিকেল সুপারিশের ইঙ্গিত দেওয়া হয়েছিল।’
এ পরিপ্রেক্ষিতে এবং সর্বদা খেলোয়াড়ের স্বাস্থ্য, সুরক্ষা এবং সুস্থতার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে, আরএফইএফ বর্তমান দল থেকে ইয়ামালকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
বার্সার সাথে স্পেনের এ লড়াই সেপ্টেম্বরে থেকে চলছে। সেবারও ইয়ামাল আন্তর্জাতিক দায়িত্ব থেকে একই সমস্যা নিয়ে ফিরে আসেছিলেন।
সেসময় বার্সা কোচ হ্যান্সি ফ্লিক স্পেনকে তাদের খেলোয়াড়দের সঠিকভাবে দেখাশোনা করতে ব্যর্থ হওয়ার অভিযোগ করেছিলেন। তখন স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তের সাথে সামান্য বাকবিতণ্ডা শুরু হয়েছিল। সে সময় তিনি বলেছিলেন, ‘জার্মান কোচের অভিযোগে তার কোনও আগ্রহ নেই।’
সেপ্টেম্বরের শেষে রিয়াল সোসিয়েদাদ এবং প্যারিস সেন্ট জার্মেইয়ের বিপক্ষে খেলার জন্য ফিরে আসেন ইয়ামাল। কিন্তু অক্টোবরে সেভিয়ার কাছে হারের পর মাঠের বাইরে থাকতে হয় তাকে। এমনকি সবশেষ আন্তর্জাতিক বিরতিতে স্পেনের দুটি খেলাই মিস করেন তিনি।
আন্তর্জাতিক বিরতির শুরু হবার আগেই জাতীয় দলকে ইঙ্গিত করে হ্যান্সি ফ্লিক বলেছিলেন, ‘আমাদের তার যত্ন নিতে হবে। আমার কাছে, সে তার শৃঙ্খলা বদলেছে। সে এখন অনেক, অনেক ভালো। সে সত্যিই ভালো প্রশিক্ষণ নিচ্ছে। আমি মনে করি, সে সেরা স্তরে ফিরে এসেছে। এ আঘাতের পরেও তার সবকিছু শেষ হয়নি। আমাদের তার যত্ন নিতে হবে, শুধু আমাদের নয়, জাতীয় দলেরও তার যত্ন নিতে হবে।’









