বার্সেলোনার হয়ে শততম ম্যাচটি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নেমেছিলেন স্প্যানিশ কিশোর লামিন ইয়ামাল। ম্যাচের আগে তাকে পাওয়া নিয়ে কিছুটা শঙ্কা ছিল। ডাক্তারদের পরামর্শের পর তাকে মাঠে নামান কোচ হ্যান্সি ফ্লিক। তিনি বলছেন, বড় ম্যাচে ঝলক দেখান লামিন ইয়ামাল।
দুর্দান্ত পারফরম্যান্সের পর ইয়ামালকে নিয়ে ফ্লিক বলেছেন, ‘সে কিছুটা অস্বস্তি অনুভব করছিল, কিন্তু সবকিছু পরীক্ষা-নিরীক্ষা করার পর সে মাঠে নেমেছিল। আমার মনে হয় প্রথমার্ধে লামিন ইয়ামাল গুরুত্বপূর্ণ ছিল, কারণ সে অনেক সুযোগ তৈরি করেছিল। এটা আমাদের জন্য ইতিবাচক এবং প্রথম গোল সে করেছিল। বড় ম্যাচে তার ঝলক দেখায়।’
‘আমার মনে হয় সে বিশেষ কিছু। জিনিয়াস। আমার আরও মনে হয় সে বড় আসরগুলো উপভোগ করে। সত্যিই খুশি যে প্রতি ৫০ বছর অন্তর আসা এ প্রতিভা বার্সেলোনার হয়ে খেলতে পারছে।’
ইন্টার মিলানের দলীয় সমন্বয় নিয়ে ফ্লিক বলেছেন, ‘জানেন, ইন্টার পাঁচ বছর ধরে একসাথে খেলছে। তারা যেভাবে দিক পরিবর্তন করে, তাদের দ্রুতগতির খেলোয়াড় আছে এবং সেটপিসগুলো দুর্দান্ত। তারা সত্যিই ভালো একটি দল।’
‘আমরা জানি ইউরোপের সেরা দলগুলোর একটি ইন্টার মিলান। দেখে থাকবেন তারা অনেক লম্বা, কিন্তু আমাদের রক্ষণ সামলাতে হবে। আগামী সপ্তাহে আমরা যাবো। আমার কাছে এটা ফাইনালের আগে ফাইনাল।’
অলিম্পিক স্টেডিয়ামে বুধবার রাতে সেমির প্রথম লেগে ইন্টারের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ৩০ সেকেন্ডে ইতালিয়ান ক্লাবটিকে এগিয়ে দেন মার্কাস থুরাম, যা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের ইতিহাসে দ্রুততম সময়ে গোলের রেকর্ড। দ্রুত আরও একটি গোল করে অতিথিরা। ২৪ মিনিটে বার্সার প্রথম গোলটি করেন লামিন ইয়ামাল। ম্যাচের ৩৮ মিনিটে ফেররান তরেসের গোলে ২-২ সমতায় টানে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে ইন্টারকে আরেকদফা এগিয়ে দেন ডামফ্রিস। দুই মিনিটের মধ্যে আবারও সমতায় ফেরে বার্সা।









