জার্মানিতে ইতিহাস রচনা করেছে স্পেন। ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড চতুর্থবার শিরোপা জিতেছে দলটি। আসর জুড়ে দারুণ করেছেন সদ্য ১৭ বছরে পা দেয়া লামিন ইয়ামাল। স্পেনিয়ার্ডদের ছন্দে মাতিয়ে রাখা ইয়ামাল ফাইনালের একদিন আগেই নিজের ১৭তম জন্মদিন পালন করেছে। তার পরেরদিন ধরা দিয়েছে শিরোপা এবং সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। এমন অর্জনকে জন্মদিনের সেরা উপহার বলছেন ‘ওয়ান্ডার কিড’ খ্যাত ফরোয়ার্ড।
বার্লিনে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে একযুগ পর চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। শিরোপা মঞ্চে স্পেনের প্রথম গোলটি এসেছিলে নিকো উইলিয়ামসের পা থেকে। লামিন ইয়ামালের দুরন্ত পাসে বাঁ পাশ থেকে বল জালে জড়ান নিকো। ফাইনালে অ্যাস্টিস্টসহ টুর্নামেন্টে চারটি গোলে সহযোগিতা করেছেন বার্সেলোনা তারকা। সেমিফাইনালে জার্মানির বিপক্ষে দুর্দান্ত গোলও করেছেন। ১৬ বছর ৩৬২ দিনে গোল করে টুর্নামেন্টের সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ডও নিজের করে নিয়েছেন ইয়ামাল।
ইংলিশদের হারিয়ে শিরোপা জয়ের পর নিজের অনুভূতির কথাও জানিয়েছেন ইয়ামাল। বলেছেন, ‘আমি খুব খুশি। এটি একটি স্বপ্ন। আমি স্পেনে ফিরে সমস্ত ভক্তদের সাথে উদযাপন করার জন্য চেয়ে আছি। এটি জন্মদিনের উপহার হিসেবে সর্বশ্রষ্ঠ।’









