প্রথম ফুটবলার হিসেবে টানা দ্বিতীয়বার কোপা ট্রফি পুরস্কার জিতলেন বার্সেলোনা তারকা লামিন ইয়ামাল। ব্যালন ডি’অরে ২১ বছরের কম বয়সী খেলোয়াড়দের দেয়া হয় পুরস্কারটি। গত মৌসুমেও এই পুরস্কারটি জিতেছিলেন ১৮ বর্ষী তারকা।
সোমবার রাতে প্যারিসের থিয়েটার দু শাতলেতে জমকালো আয়োজনে ব্যালন ডি’অর-২০২৫ বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেয়া হয়। সেরার দৌড়ে লামিন পেছনে ফেলেছেন সতীর্থ পাও কুবার্সি, পিএসজির জোয়াও নেভেস ও দেজিরে দুয়ে, ব্রাজিলের এস্তেভাও এবং তুরস্কের কেনান ইয়িলদিজের সঙ্গে।।
পুরস্কার হাতে নিয়ে ইয়ামাল বললেন, ‘আবারও এখানে দাঁড়াতে পারাটা আমার জন্য গর্বের। ধন্যবাদ বার্সেলোনাকে, জাতীয় দলকে, আমার পরিবারকে, সতীর্থদের-বিশেষ করে রাফিনহা ও কুবার্সিকে আর অবশ্যই হ্যান্সি ফ্লিককে।’
২০১৮ সালে প্রথমবার কোপা ট্রফি চালু হয়। তখন জিতেছিলেন কাইলিয়ান এমবাপে। এরপর থেকে পুরস্কারটির ওপর আধিপত্য বিস্তার করেছে বার্সেলোনা-পেদ্রি, গাভি ও ইয়ামাল মিলে ছয় আসরের মধ্যে চারবারই জিতেছে বার্সেলোনা।
মেয়েদের কোপা ট্রফি জিতেছেন বার্সেলোনা ও স্পেনের অ্যাটাকিং মিডফিল্ডার ভিকি লোপেজ।









