এ মৌসুমে বার্সেলোনার দুর্দান্ত পারফরম্যান্সের অন্যতম অংশীদার লামিন ইয়ামাল। স্প্যানিশ জায়ান্টদের সাথে ১৭ বর্ষী তারকার চুক্তির মেয়াদ শেষ হবে আগামী মৌসুম শেষে। তার আগে ক্লাবটির সাথে নতুন চুক্তি করবেন ইয়ামার, জানিয়েছেন তার এজেন্ট হোর্হে মেন্ডেস।
ইয়ামালের নতুন চুক্তির বিষয়ে লিসবনে বার্সেলোনার সভাপতির সাথে আলোচনার পর মেন্ডেস বলেছেন, ‘লামিন ইয়ামাল বার্সেলোনার সাথে নতুন চুক্তি করবেন। এটা নিশ্চিত বিষয়। এখন গুরুত্বপূর্ণ হল খেলার কথা চিন্তা করা।’
লামিন ইয়ামাল প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তিন বছরের বেশি সময়ের চুক্তি করতে পারছে না বার্সেলোনা। জুলাইতে ১৮ বছর পূর্ণ হওয়ার পর তার সাথে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি করার কথা চিন্তা করছে বার্সা।
২০২৩ সালের এপ্রিলে বার্সেলোনার মূল দলে জাভি হার্নান্দেজের হাত ধরে অভিষেক হয় ইয়ামালের। কাতালুনিয়ানদের হয়ে এখন পর্যন্ত ৮৬ ম্যাচ খেলেছেন। রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইয়ে পর্তুগালের ক্লাব বেনফিকার বিপক্ষে নামবে বার্সেলোনা।









