বার্সেলোনার সঙ্গে লামিন ইয়ামালের চুক্তি ছিল ২০২৬ সালের জুন পর্যন্ত। তরুণ তারকা ফরোয়ার্ডের সঙ্গে দুই পক্ষের বন্ধন অটুট রাখতে চুক্তির মেয়াদ আরও বাড়ানো হয়েছে। নতুন চুক্তি অনুযায়ী ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত কাতালুনিয়ার ক্লাবটির হয়ে খেলবেন স্পেনিয়ার্ড ফরোয়ার্ড।
২০২৩ সালের ২৯ এপ্রিল প্রথম দলে অভিষেক হয় মাত্র ১৫ বছর বয়সের ইয়ামালের। মাতারোর ফুটবলার ক্লাবের পাশাপাশি বিশ্ব ফুটবলেও সামর্থ্যের প্রমাণ রাখছেন।
সাত বছর বয়সে লা মাসিয়ায় যোগ দেয়া ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সে বিশ্বসেরাদের সঙ্গে তুলনায় থাকছেন। এমৌসুমে বার্সার ঘরোয়া ট্রেবল জয়ের অন্যতম কারিগর তিনি। স্প্যানিশ সুপার কাপ, লা লিগা ও কোপা ডেল রে জিতেছেন।
এরইমধ্যে বার্সায় ইয়ামাল খেলেছেন ১০৬ ম্যাচ। সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ব্লগানাদের হয়ে ১০০ ম্যাচ খেলার কীর্তি তার। ক্লাবের হয়ে ২৫ গোল ও ৩৪ অ্যাসিস্ট হয়ে গেছে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৫ ম্যাচে করেছেন ১৮ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন ২৫টি।
এরচেয়েও বড় ব্যাপার মাঠে তার প্রভাব। এ মৌসুমে প্রতিপক্ষ ডিফেন্ডারদের নাভিশ্বাস তুলে ছেড়েছেন। বেশ কয়েকটি চোখধাঁধানো গোল করেছেন, যার কয়েকটি ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছে।









