গত শুক্রবার জাভি হার্নান্দেজকে কোচের দায়িত্ব থেকে বরখাস্ত করেছে বার্সেলোনা। এবার নতুন কোচের নাম জানিয়েছে ক্লাবটি। বেশ কয়েকদিন ধরে কাতালানদের ডাগআউট সামলাবেন বলে আলোচনায় থাকা হ্যান্সি ফ্লিককেই নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে লা-লিগা জায়ান্ট ক্লাবটি।
বুধবার সন্ধ্যায় বিবৃতিতে নতুন কোচ নিয়োগের বিষয়টি জানিয়েছে বার্সেলোনা। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বার্সার ডাগআউট সামলাবেন ৫৯ বর্ষী ফ্লিক। বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তার সামনেই দুই বছরের জন্য চুক্তিসই করেছেন জার্মানি ও বায়ার্ন মিউনিখের সাবেক কোচ।
ফ্লিক গত সেপ্টেম্বরে জার্মানির কোচের পদ থেকে বরখাস্ত হন। ঘরের মাঠে জাপানের কাছে ৪-১ গোলে জার্মানি হারের পর তিনি চাকরি হারান। ফ্লিকের অধীনে গত বিশ্বকাপে গ্রুপপর্ব থেকে ছিটকে পড়েছিল জার্মানি। ২০২১ সালে জোয়াকিম লো’র দায়িত্ব ছাড়ার পর জার্মানির কোচ হন ফ্লিক। টানা আট জয়ে জার্মান অধ্যায় শুরু করেছিলেন। তারপর ছন্দপতন, দলের অগ্রগতিও ছিল না। ২৫ ম্যাচে তার অধীনে জার্মানি জিতেছে ১২ ম্যাচে।
১৯৯৬ সালে এফসি ভিক্টোরিয়া বামেন্টাল দিয়ে কোচিং ক্যারিয়ার শুরু হয় ফ্লিকের। হফেনহেইম, সালজবুর্গের হয়ে কাজ করেছেন। ২০১৯ সালে বায়ার্ন মিউনিখের সহকারী কোচ হিসেবে যোগ দেন ফ্লিক। একমাস পরেই ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পান ৫৯ বর্ষী। তার অধীনে সেই মৌসুমে ট্রেবল জিতে বায়ার্ন। দারুণ সাফল্যের কারণে উয়েফার বর্ষসেরা কোচের পুরস্কার জেতেন ফ্লিক।









