রিয়াল মাদ্রিদের কাছে স্প্যানিশ সুপারকোপা ফাইনালে ৪-১ গোলে পরাজয়ের পর কঠিন সময় পার করছেন জাভি হার্নান্দেজ। এল ক্লাসিকোতে হারলে তার দিকে একের পর এক সমালোচনার তীর ধেয়ে আসতে পারে, এমনটির জন্য প্রস্তুত ছিলেন বলেও তিনি জানিয়েছিলেন। তবে ড্রেসিংরুমে যে পরিবেশ সৃষ্টি হয়েছে, তা কাতালান ক্লাবটির কোচের জন্য বেশ অস্বস্তিকর। খেলোয়াড়দের একটি অংশ তার উপর বিশ্বাস হারিয়েছে।
গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, বেশ কয়েকজন খেলোয়াড় কিছুদিন ধরে দলের খেলার ধরনের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন। বার্সার খেলার ধরনের সঙ্গে খেলোয়াড়রা মানিয়ে নিতে পারছে না- জাভির এমন মন্তব্যে কয়েকজন ফুটবলার বেশ বিরক্ত হয়েছেন। ঘনিষ্ঠ সূত্র বলছে, সব খেলোয়াড় এ ব্যাপারে অবশ্য একই মত পোষণ করেন না। তবে তবে কেউ কেউ মনে করেন, কোচ স্কোয়াডের নির্দিষ্ট সদস্যদের প্রতি যতটা কঠোর হওয়া দরকার ছিল, ততটা ছিলেন না।
স্প্যানিশ জায়ান্টদের স্পোর্টিং ডিরেক্টর ডেকো গত রোববার বলেছেন, জাভির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলার কোন অর্থ নেই। তার ২০২৫ সাল পর্যন্ত চুক্তি রয়েছে, তার প্রতি এখনো ক্লাবের সমর্থন রয়েছে।
সূত্র জানিয়েছে, জাভি যদি মৌসুম শেষ হওয়ার আগে বার্সেলোনা ছেড়ে চলে যান, তাহলে ক্লাবটি আর্থিক সমস্যার কারণে স্বল্প মেয়াদে কোচ পেতে সমস্যার সম্মুখীন হতে পারে। যুব দলের কোচ এবং মেক্সিকোর সাবেক ফুটবলার রাফা মার্কেজ অন্তর্বর্তীকালীন দায়িত্বে আসতে পারেন। ক্লাব প্রেসিডেন্ট লাপোর্তার নাকি তিনি বিকল্প হিসেবে পছন্দ।
জাভির ঘনিষ্ঠ একটি সূত্র জোরালোভাবে দাবি করেছে, কোচ হিসেবে উপলব্ধি হল, খেলোয়াড়রা এখনো তার পাশে রয়েছে। একইসঙ্গে অবশ্য এটিও স্বীকার করেন যে, ২০ জনের স্কোয়াডে কারোর অসন্তুষ্ট হওয়ার সম্ভাবনা সবসময়ই থাকে।
বার্সা লা লিগায় রিয়াল মাদ্রিদ এবং জিরোনার বিপক্ষে এবং চ্যাম্পিয়ন্স লিগে শাখতার দোনেৎস্ক এবং রয়্যাল এন্টওয়ার্পের বিপক্ষে হারের পর থেকে মূলত কোচের সঙ্গে খেলোয়াড়দের সম্পর্কের অবনতি হয়েছে বলে সন্দেহ শুরু হয়। তবে বার্সা কোচ পুরো দলের দেখানো আচরণ এবং মনোভাব নিয়ে সন্তুষ্ট বলেই মনে করেন। বড়দিনের আগে আলমেরিয়ার বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়কে খেলোয়াড় এবং কোচের মধ্যে সম্পর্কের একটি টার্নিং পয়েন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছিল।
জাভি বেশ কয়েকটি সংবাদ সম্মেলনে বলেছেন, তিনি বিশ্বাস করেন তার খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক ইতিবাচক রয়েছে। গত রোববার রিয়ালের কাছে হারের পর বলেছিলেন, তিনি এখনো বিশ্বাস করেন যে নিশ্চিতভাবে তার দল চলতি মৌসুমে ঘুরে দাঁড়াতে পারে।
লা লিগায় চলতি মৌসুমের অর্ধেক পর্যায়ে শীর্ষে থাকা জিরোনার চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে বার্সেলোনা। ২০ খেলায় জিরোনার পয়েন্ট ৪৯। এক ম্যাচ কম খেলে চতুর্থ স্থানে থাকা জাভির দলের পয়েন্ট ৪১। চলতি মৌসুমে এ পর্যন্ত দলের ফলাফল আশানুরূপ হয়নি।







