ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে নিহত হওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
আজ (৩০ সেপ্টেম্বর) সোমবার আইন ও সালিশ কেন্দ্রের পক্ষ থেকে এই রিট আবেদন দায়ের করা হয়। আইন সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যাওয়ায় সরকার পরিবর্তনের পর দেশের প্রথম সারির ৩টি বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে নিহতের ঘটনা ঘটেছে।









