Site icon চ্যানেল আই অনলাইন

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি চেয়ে রিট

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি চেয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে।

রিটে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে সরকারের যে সিদ্ধান্ত তার বৈধতাকে চ্যালেঞ্জ করা হয়েছে। এতে বিবাদী করা হয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের।

উল্লেখ্য যে, গত বছরের ২৫ জুন দেশের বৃহত্তম সেতু পদ্মা সেতু উদ্বোধন করা হয়। পরদিন ২৬ জুন যান চলাচলের জন্য এ সেতু খুলে দেয়া হয়। পরে এক সরকারি ঘোষণায় ২৭ জুন ভোর ৬টা থেকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়। তখন থেকে সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ রয়েছে। সেতুটি উদ্বোধেনের পরপর মোটরসাইকেল চলাচল করলে ওই সময়ে মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে।

Exit mobile version