প্যারিস অলিম্পিকে শেষদিনে ছেলেদের ৬৫ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছে জাপান। মেয়েদের ৭৬ কেজি শ্রেণির স্বর্ণও জিতেছে সূর্যোদয়ের দেশটি। প্যারিসে শেষদিনে এসে প্রথম স্বর্ণের দেখা পেয়েছে বাহরাইন, ছেলেদের ৯৭ কেজি শ্রেণির ফাইনালে।
৬৫ কেজি ওজন শ্রেণিতে জাপানের কিয়ওকা কিতারো পুরোটা সময় আধিপত্য বিস্তার করে খেলেছেন। জাপানের প্রতিযোগী হারিয়েছেন ইরানের রহমান আমুজাদখালীলীকে। কিতারো জিতেছেন ১০-৩ পয়েন্টের ব্যবধানে।
ছেলেদের পর মেয়েদের ফ্রিস্টাইল ৭৬ কেজি শ্রেণিতেও জাপান স্বর্ণপদক জিতেছে। জাপানের কাগামি ইউকা হারিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কেনেডি ব্লেডসকে। কঠিন ম্যাচটি কাগামি জিতেছেন ৩-১ পয়েন্টে।

প্যারিস অলিম্পিকে ইতিহাস তৈরি করেছেন বাইরাইনের আখমেদ তাজুদিনভ। এটি দেশটির ইতিহাসের প্রথম অলিম্পিক পদক। রাশিয়ায় জন্মগ্রহণ করা এ অ্যাথলেট ৯৭ কেজি ওজন শ্রেণিতে হারিয়েছেন জর্জিয়ার গিভি মাচারাশভিলিকে।









