পৃথিবীর সবচেয়ে ধনী সেলেব্রিটিদের তারকায় যে টম ক্রুজ, টেইলর সুইফটের নাম আসবে তার সবার জানা। তবে এই তালিকার শীর্ষে থাকা ব্যক্তি কোনো অভিনয় শিল্পী নন, একজন নির্মাতা। সেই ব্যক্তিকে হয়তো অনেকেই চেনেন না। তিনি নির্মাণ করেছেন মাত্র ছয়টি সিনেমা। তার মোট সম্পদের পরিমাণ ১০ বিলিয়ন ডলারের কাছাকাছি।
পৃথিবীর সবচেয়ে ধনী সেলেব্রিটি জর্জ লুকাস। তিনি নির্মাণ করেছেন স্টার ওয়ার্স ও ইন্ডিয়ানা জোনস ফ্র্যাঞ্চাইজি। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী চলতি বছরের অক্টোবর পর্যন্ত তার মোট সম্পদের পরিমাণ ৭.৭ বিলিয়ন ডলার। তবে অন্য সূত্র বলছে তার প্রকৃত সম্পদের পরিমাণ ৯.৪ বিলিয়ন ডলার।
লুকাস মাত্র ছয়টি সিনেমা নির্মাণ করলেও তিনি স্টার ওয়ার্স ও ইন্ডিয়ানা জোনসের মতো বিগেস্ট ফ্র্যাঞ্চাইজির ক্রিয়েটর ও প্রডিউসার। স্টার ওয়ার্স ফ্র্যাঞ্চাইজি বিশ্বজুড়ে প্রায় ৫০ বিলিয়ন ডলার আয় করেছে। ইন্ডিয়ানা জোনস আরও ৩ বিলিয়ন ডলার বেশি আয় করেছে। লুকাস এই ফ্র্যাঞ্চাইজিগুলোর থেকে বড় অংকের রয়্যালিটি পান। এছাড়াও ভিডিও গেম লাইসেন্সর লুকাস আর্ট, ভিজ্যুয়েল এফেক্টস কোম্পানি ইন্ডাস্ট্রিয়াল লাইট অ্যান্ড মিউজিক এবং অডিও কোম্পানি টিএইচএক্স-এর প্রতিষ্ঠাতা জর্জ লুকাস। এসব সফল ব্যবসা থেকেও তার প্রচুর আয় আসে।
এই তালিকায় জর্জ লুকাসের ধারে-কাছে কেউ নেই। তবে তার পরের অবস্থানে আছেন জে জেড, ম্যাডোনা, টেইলর সুইফট এবং রিয়ান্না। বেশ পেছনে আছেন টম ক্রুজ। তার মোট সম্পদের পরিমাণ ৮৭০ মিলিয়ন ডলার। টম ক্রুজের তুলনায় বলিউড তারকা শাহরুখের সম্পদ বেশি। শাহরুখের মোট সম্পদ ৮৭০ মিলিয়ন ডলার।
সূত্র: হিন্দুস্তান টাইমস









