যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো আসন্ন ঈদুল আযহাতেও চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ৭টি নতুন চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার!
এরমধ্যে থাকছে চলতি বছর মুক্তি পাওয়া নিপুন আক্তার ও মুন্না অভিনীত ছবি ‘ভাগ্য’ এর ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার। ছবিটি দর্শক ঈদের দিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দেখতে পারবেন।
সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত মাহবুবুর রশিদ পরিচালিত ছবি ‘ভাগ্য’। অজানাকে জানা, দেশপ্রেম ও সামাজিক গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ভাগ্য’। হালিমা কথাচিত্রের ব্যানারে এতে আরো অভিনয় অভিনয় করেছেন মাসুম আজিজ, গুলশান আরা, সাংকো পাঞ্জা, জেসমিন, আফসানা নূপুর, গাঙ্গুয়া, সাবিহা জামান প্রমুখ।
সিনেমাটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা মো. মাহবুবুর রশিদ। ছবির গানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান, দিনাত জাহান মুন্নী, স্মরণ, কাজী শুভ, সুস্মিতা সাহা। সাংগীত পরিচালনা করেছেন ঝংকার খন্দকার।








