আজ বিশ্ব পর্যটন দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে পালিত হচ্ছে এই দিবস। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা ইউএনডব্লিউটিও ঘোষিত এই বছরের প্রতিপাদ্য– ‘টেকসই উন্নয়নে পর্যটন’।
আজ (২৭ সেপ্টেম্বর) শনিবার বিশ্ব পর্যটন দিবস। ১৯৮০ সাল থেকে প্রতিবছর ২৭ সেপ্টেম্বর দিবসটি পালিত হয়ে আসছে। পর্যটনের মাধ্যমে কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধিই নয়, বিভিন্ন দেশ, সংস্কৃতি ও মানুষের মধ্যে সমঝোতা, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে ওঠে।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে সর্বোচ্চ ৬ লাখ ২১ হাজার ১৩১ জন বিদেশি পর্যটক দেশে এসেছিলেন। তবে করোনা মহামারির প্রভাবে ২০২০ সালে এ সংখ্যা নেমে আসে ১ লাখ ৮১ হাজার ৫১৮ জনে। পরবর্তী সময়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালেও ২০২৩ সালের আগস্ট পর্যন্ত বিদেশি পর্যটকের সংখ্যা দাঁড়ায় ২ লাখ ১৪ হাজারে।
দিবসটি ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, ট্যুরিস্ট পুলিশসহ সংশ্লিষ্ট দপ্তর ও সংগঠনগুলো আলোচনা সভা, প্রদর্শনী ও সচেতনতামূলক আয়োজনের মাধ্যমে দিবসটি উদ্যাপন করছে।









