Advertisements
প্রথমবারের মত ওয়ার্ল্ড রেকর্ড স্টোর ডে উদযাপন করছে বাংলাদেশ। রাজধানীর দ্য ডেইলি স্টার আর্ট গ্যালারিতে দিনভর প্রদর্শনীর মাধ্যমে এই আয়োজন করছে রেকর্ড স্টোর ডে উদযাপন কমিটি। এ ধরনের আয়োজনের মাধ্যমে হারিয়ে যেতে বসা বিভিন্ন এলপি রেকর্ডের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ তৈরি হবে বলে মনে করছেন আয়োজকরা।







