টঙ্গীর তুরাগ নদের পাড়ে ধর্মীয় উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ, দেশী-বিদেশী মুরব্বিদের গুরুত্বপূর্ণ বয়ান, জিকির-আজকার ও ইবাদত বন্দেগির মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দিনগুলো অতিবাহিত করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
আজ রবিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত হবে প্রথম পর্বের আখেরি মোনাজাত।
যোহর নামাজের আগে লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে ইজতেমা মাঠে হবে আখেরি মোনাজাত। ঘন কুয়াশা আর কনকনে শীতের মধ্যেই দলে দলে ইজতেমা মাঠে যাচ্ছেন মুসল্লিরা।
গত তিন দিনে মাঠ ছাপিয়ে নদীর পাড়, আশে পাশের রাস্তায় অবস্থান নিয়েছিলেন মুসল্লিরা। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভীড়। ভোর থেকেই মহাখালি-টংগী-গাজীপুর রুটে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।
আখেরী মোনাজাতের জন্য অন্য দিনের চেয়ে প্রায় দ্বিগুণ আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।









