বিশ্বকাপ বাছাইয়ে লুক্সেমবার্গকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ ধরে রাখা আরও মজবুত করল জার্মানি। পরের ম্যাচে স্লোভাকিয়ার সঙ্গে জয় পেলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সরাসরি বিশ্বকাপে খেলবে জুলিয়ান নাগেলসম্যানের দল। রাতের অন্য ম্যাচে ফারাও আইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। পোল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগিতে নিশ্চিত হয়নি নেদারল্যান্ডসের বিশ্বকাপ টিকিট।
লুক্সেমবার্গের ঘরের মাঠে শুক্রবার রাতে ২-০তে স্বাগতিকদের হারিয়েছে জার্মানি। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে জোড়া গোল করেছেন নিক ওয়াল্টম্যান। অন্যম্যাচে ক্রোয়েশিয়া ৩-১ ব্যবধানে হারিয়েছে ফারাও আইল্যান্ডকে। আরেক ম্যাচে পোল্যান্ডের ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছে নেদারল্যান্ডস। তাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ড্র অথবা জয় পেলেই সরাসরি বিশ্বকাপে খেলবে ডাচরা।
লুক্সেমবার্গের সঙ্গে জয়ে প্লে-অফ না খেলে সরাসরি বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রেখেছে জার্মানি। প্রথমার্ধে গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে লুক্সেমবার্গের জালে বল পাঠান ওয়াল্টম্যান। দ্বিতীয়টি গোলটি করেন ৬৯ মিনিটে।
গ্রুপ ‘এ’তে থাকা জার্মানি পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সমান ম্যাচ ও পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে স্লোভাকিয়া। তাতে দুদলের শেষ ম্যাচটি রূপ নিয়েছে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের অঘোষিত ফাইনালে। তলানিতে আছে নর্দান আয়ারল্যান্ড ও লুক্সেমবার্গ।
ফারাও আইল্যান্ডের বিপক্ষে ১৬ মিনিটে গোল হজম করে ক্রোয়েশিয়া। গেজো ডেভিড তুরির গোলে লিড পায় ফারাওরা। এর মিনিট সাতেক পর ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান জেসকো গার্দিওল। দ্বিতীয়ার্ধে পিটার মুসা ও নিকোলা ভ্লাসিক এর গোলে জয় ও বিশ্বকাপের টিকিট নিয়ে মাঠ ছাড়ে ২০১৮ বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া। ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ১৯ পয়েন্ট নিয়ে ‘এল’ গ্রুপে শীর্ষে আছে তারা।









