বিশ্বকাপজুড়ে দুর্দান্ত ব্যাটিং উপহার দেয়া ভারত ফাইনালেও শুরুটা পেয়েছিল প্রত্যাশা অনুযায়ীই, ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৮০ রান। রাজার মতো শুরুর পর দ্রুত উইকেট পতনে স্বাগতিকরা কোণঠাসা হয়ে পড়ে অস্ট্রেলিয়ার বুদ্ধিদীপ্ত বোলিংয়ের পাশাপাশি উড়ন্ত ফিল্ডিংয়ের সামনে। আহমেদাবাদে বিশ্বকাপ ফাইনালে শেষঅবধি ভারতকে আড়াইশর নিচে আটকে দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি।
শিরোপার মঞ্চে রোহিত শর্মার দল ৫০ ওভারে ২৪০ রান তুলে অলআউট হয়। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে লক্ষাধিক ভারতীয় দর্শকের সামনে টস হেরে ব্যাটিংয়ে নামে স্বাগতিক দল। দর্শকসারিতে দেখা যায় বলিউড তারকাদেরও সরব উপস্থিতি।
শতকোটির অধিক মানুষের প্রত্যাশা মেটানোর লড়াইয়ে ভারত পেয়েছিল উড়ন্ত সূচনা। দ্রুত ৩ উইকেট হারিয়ে সতর্ক হয়ে বাকি পথ পাড়ি দিতে হয়েছে কোহলি-রাহুলদের।
অসাধারণ ফিল্ডিং আর নিয়ন্ত্রিত বোলিংয়ে স্বাগতিকদের বেশ চাপে রাখে অস্ট্রেলিয়া। ১০ ওভারে ৯ চার, তিন ছয়ে ৮০ রান তোলা ভারতকে ১৬.২ ওভার অপেক্ষা করতে হয় পরের বাউন্ডারি পেতে।
ক্রিজে নেমেই টি-টুয়েন্টি স্টাইলে ব্যাট চালান ভারত অধিনায়ক রোহিত শর্মা। তারকা ওপেনারের ৩১ বলে ৪৭ রানের ঝড় থামার পর থমকে যায় ভারতও। সময় যত এগোয়, উইকেটও হতে থাকে মন্থর। স্টেডিয়ামের লক্ষাধিক ভারত দর্শককে হতাশ করেন অধিকাংশ ব্যাটার। নিয়মিত বিরতিতে উইকেট পতনে গ্যালারির নীল-উৎসব অনেকটাই ‘মাটি’ হয়ে যায়।
নবম ওভারের শেষ বলে শ্রেয়াস আয়ারের বাউন্ডারির পর আরেকটি বাউন্ডারি আসতে পেরিয়ে যায় ৯৮ বল। চাপে পড়ে মন্থর ব্যাটিংয়ে ভারত ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে গেছে, তবে সফল হতে দেয়নি অজিবাহিনী। নিয়মিত বিরতিতে তুলে নেয় উইকেট।
৮১ রানে ৩ উইকেট হারানোর পর রানমেশিন বিরাট কোহলি বেশ কিছুক্ষণ উইকেটে থেকে ইনিংস মেরামতের দায়িত্ব দেন। লোকেশ রাহুলকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন। কিন্তু ব্যক্তিগত ফিফটির পর প্যাট কামিন্সের বাউন্সারে ব্যাটের ভেতরে লাগিয়ে বোল্ড হন কোহলি। সবচেয়ে দামি উইকেট হারানোর হতাশায় কিছুক্ষণ স্তব্ধ থাকে গ্যালারি। ভারত চতুর্থ উইকেট হারায় ১৪৮ রানে।
কোহলি ৬৩ বলে ৫৪ রান করেন চারটি চারের সাহায্যে। চাপের মুখে ধীরস্থির থেকে ভারতকে টানছিলেন রাহুল। তার ইনিংসও বড় হয়নি। ফিফটি পেরিয়ে মিশেল স্টার্কের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। ১০৭ বলে মাত্র একটি চারে করেন ৬৬ রান।
স্টার্ক নেন ৩ উইকেট। কামিন্স ও জস হ্যাজেলউড দুটি করে উইকেট নেন। গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যাডাম জাম্পা নেন একটি করে উইকেট।
ঘরের মাঠের ওয়ানডে বিশ্বকাপ ধরে রাখা কঠিন হয়ে গেল ভারতের জন্য। বিশ্বকাপ ফাইনাল জিততে পটু অস্ট্রেলিয়ার সামনে ২৪১ রানের লক্ষ্য খুব কঠিন কিছু নয়। তবে ভারতের বোলিং আক্রমণও ছেড়ে কথা বলার নয়।
চলতি বিশ্বকাপে লক্ষ্ণৌতে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ২২৯ রান তুলে একশ রানের ব্যবধানে জয় পেয়েছিল ভারত। সেই ম্যাচই হতে পারে মোহাম্মদ শামি, রবীন্দ্র জাদেজাদের অনুপ্রেরণা।







