উয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফেরিন ২০৩০ সালে ছেলেদের ফুটবল বিশ্বকাপে ৬৪ দল অন্তর্ভুক্ত করার ফিফার প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন। প্রস্তাবকে ‘বাজে বুদ্ধি’ অভিহিত করেছেন। বলেছেন, উয়েফা বিষয়টি সম্পর্কে আগেভাগে অবহিত হয়নি।
ফিফা গতমাসে নিশ্চিত করেছে যে, ২০৩০ বিশ্বকাপে এককালীনভাবে ৬৪ দল নিয়ে প্রতিযোগিতা আয়োজনের বিষয়টি বিবেচনা করছে। উরুগুয়ের ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি ইগনাসিও আলোনসো প্রস্তাব উত্থাপন করেন ফিফার কাউন্সিলে।
সেফেরিন বলেছেন, ‘মনে করি এটা বাজে বুদ্ধি। এই প্রস্তাব আপনাদের চেয়ে আমার কাছে বেশি বিস্ময়কর।’
২০২৬ বিশ্বকাপে প্রথমবার ৪৮ দল নিয়ে হবে বিশ্বকাপ। উয়েফা ১৬টি দল পাঠাবে। ৬৪ দলের বিশ্বকাপে তাদের অংশগ্রহণ আরও বৃদ্ধি পেতে পারে, কিন্তু উয়েফা এধরনের বড় পরিবর্তনের প্রতি আগ্রহী নয়।
২০৩০ বিশ্বকাপ হবে স্পেন, পর্তুগাল এবং মরক্কোতে। কিছু ম্যাচ হবে উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়েতে।
২০২৬ সালে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত হবে ২৩তম বিশ্বকাপ। আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এবারই প্রথম বিশ্বকাপে অংশ নেবে ৪৮ দল। ১৯৯৮ থেকে ২০২২ পর্যন্ত বিশ্বকাপ হয়েছে ৩২ দল নিয়ে।









