শিল্পাঞ্চল আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকায় লুসাকা গার্মেন্টস বন্ধ থাকায় ওই কারখানার শ্রমিকরা অন্যান্য কারখানার সামনে গিয়ে বিক্ষোভ করায় এলাকার ১৬টি কারখানা ছুটি ঘোষণা করে বন্ধ করা হয়েছে।
আজ (২৮ সেপ্টেম্বর) শনিবার আশুলিয়ার জিরাবো মেইন রোডে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে লুসাকা, মণ্ডল গ্রুপ ও ম্যাংগো ট্যাক্স কারখানার শ্রমিকরা। এসময় সড়কটিতে দেখা দেয় যানজটের।
এই পরিস্থিতিতে মো. রুবেল (২৫) এবং মোছা. আয়েশা আক্তার (২৩) নামের দুইজন শ্রমিক নিখোঁজ হয়েছেন। তারা দুইজনই মণ্ডল নিটওয়্যার কোম্পানির সুইং অপারেটর।
আশুলিয়া শিল্পাঞ্চলে গত কয়েক দিনের মতোই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় আছে। এছাড়াও এই শিল্পাঞ্চলে সেনা টহল অব্যাহত রাখা হয়েছে।
১৬টি কারখানা এখনও বন্ধ থাকলেও ওই এলাকার ১৮৬৩টির মধ্যে বাকি কারখানাগুলোতে উৎপাদন চালু আছে। শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকেরা।









