শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী বৃহস্পতিবারের (২৭ মার্চে) মধ্যে শ্রমিকের পাওনা পরিশোধ করতে হবে।
মঙ্গলবার (২৫ মার্চ) তিনি বলেন, পাওনা শোধ না করা পর্যন্ত পোশাক মালিকদের বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।বৃহস্পতিবারের পর মালিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, শ্রমিক অধিকার নিশ্চিত করতে না পারলে বাংলাদেশে বিরুদ্ধে মার্চের মধ্যে মামলা করবে আইএলও।









