ঢাকা কলেজে ‘শিক্ষক লাঞ্ছনা’র প্রতিবাদে মঙ্গলবার সব সরকারি কলেজে কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি দিয়েছে সাত কলেজ কেন্দ্রীয় কমিটি। ১৫ই অক্টোবরের পরে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। সোমবার দুপুরে ঢাকা কলেজে সাত কলেজের শিক্ষকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় শিক্ষকরা সাত কলেজের প্রশাসক হিসেবে ঢাকা কলেজের অধ্যক্ষ আ ক ম ইলিয়াসের পদত্যাগ চাইলে উত্তপ্ত পরিস্থিতিতে আগামীকাল পদত্যাগ করার প্রতিশ্রুতি দেন অধ্যাপক আ ক ম ইলিয়াস।









