সিরিজ শুরুর আগে ইংল্যান্ডের হোয়াইটওয়াশ হওয়া নিয়ে অনেক কথা বলেছিলেন সাবেকরা, সিরিজ শুরুর পর প্রথম টেস্টে ভারতের হারে চিত্র পাল্টে গেছে। সেই চিত্র ধরেই খানিকটা খোটা দিয়েছেন সফরকারী পেসার মার্ক উড। ইংল্যান্ডের জয়ের পর বলেছেন, ভারতকে চিন্তা করার মতো কিছু দিয়েছি।
ঘরের মাটিতে গত ৪৭ টেস্টে মাত্র ৪ ম্যাচ হারা ভারতকে নিয়ে উড বলেছেন, ‘এখন তাদের নতুন কোনো পরিকল্পনা নিয়ে আসতে হবে। পাঁচ ম্যাচের সিরিজে আমরা মাত্র একটিতে জয় পেয়েছি। ভারতের কাছে আমরা প্রমাণ করতে পেরেছি কিছুটা প্রতিরোধ হবে এবং আগেই হেরে যাচ্ছি না।’
‘এটা আমাদের অন্যতম সেরা জয়। সিরিজ শুরুর আগে মানুষ আমাদের নিয়ে কিছুটা সন্দিহান ছিল, কিন্তু দলের মধ্যে বিশ্বাস সবসময়ই ছিল। আমরা জানতাম একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি, কিন্তু এটা অনেক বড় অর্জন। এখন আমরা জানি কী করতে পারি এবং ভারতকে চিন্তা করার মতো কিছু দিতে পেরেছি।’
২০১২ সালের পর ঘরের মাটিতে ভারত টানা দুই ম্যাচ হারেনি। সে কথা উল্লেখ করেছেন উড, ‘তারা সেরা দল। এমনকি এখানে সিরিজ খেলতে আসার আগে সবাই আশা করছিল ভারত আমাদের রোলারের নিচে চাপা দেবে। জানি না তারা কী ধরনের পিচ বানাবে। এখানে তারা যেকোনো পিচ বানাতে পারে, কিন্তু এখন তারা আমাদের নিয়ে চিন্তা করবে।’
শুক্রবার ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টে নামবে। ২ ফেব্রুয়ারি খেলা হবে বিশাখাপট্টমের রাজাশেখর রেড্ডি স্টেডিয়ামে।







