মেয়েদের বিশ্বকাপ ফুটবলে শেষ ষোলোতে খেলা আগেই নিশ্চিত করেছিল জাপান ও স্পেন। গ্রুপসেরা কে হবে, এটিই দল দুটির ম্যাচে হয়েছে নির্ধারণ। স্পেনের মেয়েদের ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে গ্রুপসেরা হয়েই নকআউট পর্বে খেলবে সামুরাইয়ের দেশটি।
সি-গ্রুপে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করে জাপান হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন। সমান খেলায় স্পেন ৬ পয়েন্ট নিয়ে হয়েছে গ্রুপ রানার্সআপ। ৩ পয়েন্ট পেয়ে তৃতীয় অবস্থানে জাম্বিয়া। পয়েন্টের মুখ না দেখেই বিশ্বকাপ শেষ করেছে সব ম্যাচে পরাজয় বরণ করা কোস্টারিকা।
সোমবার ওয়েলিংটনে হওয়া ম্যাচের প্রথমার্ধেই তিন গোলের লিড পায় জাপান। ১২ মিনিটে জুন এন্দোর বাড়ানো বল আদায় করে বাঁ পায়ে লক্ষ্যভেদ করেন হিনাতা মিয়াজাওয়া।
খেলার ২৯ মিনিটে পাল্টা আক্রমণ থেকে হিনাতার অ্যাসিস্টে বল পেয়ে ডান পায়ের উঁচু শটে ব্যবধান দ্বিগুণ করেন রিকো উকেই। এরপর ৪০ মিনিটে উকেইয়ের পাসে বল নিয়ে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন হিনাতা।
৮২ মিনিটে মিয়াবি মরিয়ার অ্যাসিস্টে বল নিয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করে স্পেনের কফিনে শেষ পেরেক ঠুকে দেন মিনা তানাকা।
এশিয়ার একমাত্র দেশ হিসেবে মেয়েদের ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি রয়েছে সূর্যোদয়ের দেশটির। এবারো তারা সেই মিশনে ঠিকঠাক এগিয়ে যাচ্ছে।
হ্যামিল্টনে হওয়া সি-গ্রুপের আরেক খেলায় কোস্টারিকার বিপক্ষে ৩-১ গোলের জয় নিয়ে দেশে ফিরবে প্রথমবারের মতো টুর্নামেন্টে খেলার সুযোগ পাওয়া জাম্বিয়া।
ম্যাচের তৃতীয় মিনিটে লুশোমো এমওয়েম্বার গোলে জাম্বিয়া লিড পায়। ৩১ মিনিটের মাথায় স্পটকিকে ব্যবধান দ্বিগুণ করেন বারব্রা বান্দা।
বিরতির পর ৪৭ মিনিটে কোস্টারিকার হয়ে বল জালে জড়ান মেলিসা হেরেরা। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বান্দার পাসে বল নিয়ে নিশানাভেদ করে জাম্বিয়ার জয় উৎসবকে আরও রাঙিয়ে তোলেন রাচেল কুন্দনঞ্জি।








