সেমিফাইনালে হেরে দুই দলের আগেই শেষ হয়েছিল শিরোপা জয়ের আশা। বাকি ছিল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ জিতে ব্রোঞ্জ মেডেল গলায় কারা ঝোলাবে সেটি দেখার। স্বাগতিক অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে ৩২ দলের অংশগ্রহণে হওয়া মেয়েদের ফুটবল বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করে দেশে ফিরবে সুইডেন।
শনিবার ব্রিজবেনে হওয়া ম্যাচের ৩০ মিনিটে স্পট কিক থেকে ফ্রিডোলিনা রোলফোর গোলে সুইডিশরা এগিয়ে যায়। বিরতির পর ৬২ মিনিটে পাল্টা আক্রমণ থেকে স্টিনা ব্ল্যাকস্টেনিয়াসের বাড়িয়ে দেয়া বল ডি বক্সের ভেতর আদায় করে বল জালে জড়ান কসোভারে আসল্লানি। তাতে ব্যবধান হয় দ্বিগুণ।
ফুটবল বিশ্বকাপে সুইডিশ মেয়েরা এই নিয়ে চতুর্থবারের মতো তৃতীয় স্থান অর্জন করল। ২০০৩ বিশ্বকাপে হয়েছিল রানার্সআপ, যা এখন পর্যন্ত আসরে তাদের সেরা সাফল্য। এবারই প্রথমবার মেয়েদের ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে ওঠেছে অস্ট্রেলিয়া। চতুর্থ স্থানে থেকেই শেষ হল স্বাগতিকদের অভিযান।







