Site icon চ্যানেল আই অনলাইন

শিরোপার সুবাস পাচ্ছে বাংলাদেশ

নিজেদের মাঠে খেলা, র‌্যাঙ্কিংয়েও বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে নেপাল, তার উপর শিরোপার মঞ্চে আগে চারবার খেলেছে দলটি। আজকের ফাইনালের প্রথমার্ধে অবশ্য দাপট দেখিয়েছেন সাবিনা-কৃষ্ণারাই। বিরতির আগে ২-০ গোলে এগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হাতে রেখেছে গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা।

কাঠমাণ্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সোমবার ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণে উঠেছে দুদল। বদলি নামা শামসুন্নাহার ১৪ মিনিটে এগিয়ে দেয়ার পর ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে দেন কৃষ্ণারাণী সরকার।

স্বাগতিক রক্ষণে প্রথম মিনিটেই ভয় ধরিয়ে দিয়েছিলেন মারিয়া মান্ডা। তারকা ফরোয়ার্ড শটও নিয়েছিলেন ঠিকঠাক, তার জোড়াল শট রুখে দেন স্বাগতিক গোলরক্ষক। দ্বিতীয়বার শট নেয়ার সুযোগ পেয়েছিলেন স্বপ্না। কাজে লাগাতে পারেননি।

আক্রমণের পসরা সাজিয়ে বসেছিল স্বাগতিক দলও। রাইট উইং ধরে বেশকিছু আক্রমণ চালিয়েছেন নেপাল স্ট্রাইকাররা। বাংলাদেশের গোলপোস্টের নিচে অতন্দ্রপ্রহরী রুপনা চাকমা দেন তাদের সব প্রচেষ্টা ব্যর্থ করে।

ম্যাচের ১৪ মিনিটে মনিকা চাকমার দারুণ এক ক্রস বা-পায়ের আলতো প্লেসমেন্টে শুরুর গোলটা এনে দেন শামসুন্নাহার। বদলি নামার দুই মিনিটের মাথায় তার গোলে ম্যাচের নিয়ন্ত্রণ টানতে শুরু করে বাংলাদেশ।

২৫ মিনিটে বড় একটি সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। কৃষ্ণার থেকে বল নিয়ে অনেকটা এগিয়ে গিয়েছিলেন শামসুন্নাহার। শেষ সময়ে শটটি নিতে পারেনি এ স্ট্রাইকার।

৩৬ মিনিটে ফ্রি-কিক থেকে আনিতার শট ডানদিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন লাল-সবুজের দেয়াল রুপনা। পরের মিনিটে কোনোমতে গোললাইন থেকে বল ক্লিয়ার করে স্কোরলাইন অক্ষত রাখে সাবিনার দল।

অধিনায়ক সাবিনার দারুণ এক পাস থেকে ৪২ মিনিটে বাঁ-পায়ের জোরাল শটে ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণারাণী সরকার। শিরোপার সুবাস নিয়ে বিরতিতে যায় টিম বাংলাদেশ।

Exit mobile version