নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বার মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন মেয়েদের জন্য দেড় কোটি টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
শনিবার বাফুফের নতুন কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাবিনা-সানজিদাদের জন্য এই অর্থ পুরস্কার দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। অবশ্য সংবর্ধনা অনুষ্ঠানের জন্য এখনও দিনক্ষণ চূড়ান্ত করা হয়নি।
গত ৩০ অক্টোবর কাঠমান্ডুতে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। সাফ জিতে পরদিন ঢাকায় পৌঁছানোর পর মেয়েদের বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে মতিঝিলের বাফুফে ভবন পর্যন্ত নিয়ে যাওয়া হয়। সেখানে মেয়েদের জন্য এক কোটি টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাফজয়ী মেয়েদের জন্য ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে। এছাড়া গত ২ অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তার বাসভবন যমুনায় মেয়েদের দলটিকে সংবর্ধনা দেন।









