মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ গড়িয়েছে নেপালে। রোববার প্রথম নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান। ‘এ’ গ্রুপের লড়াইয়ে ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। তাদের বিপক্ষে জয় পেলেই সেমিফাইনাল নিশ্চিত হবে লাল-সবুজের মেয়েদের। শিরোপা ধরে রাখার মিশনে দেশের জন্য নিজেদের সর্বোচ্চটা দিয়ে প্রস্তুত সাবিনা খাতুনের দলও।
নেপালে শুক্রবার অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন তারকা ঋতুপর্ণা চাকমা। জানিয়েছেন সর্বোচ্চটা দিয়ে খেলার কথা।
‘আমরা চেষ্টা করব আমাদের নরমাল খেলাটা খেলতে। আমারা যে ২৩ জন, আমাদের স্কোয়াড কমবেশি সবাই কাছাকাছি। সুতারাং যে যখন মাঠে নামুক, সবাই চেষ্টা করবে নিজেদের শতভাগ দেয়ার।’
‘ভারতের সাথে পাকিস্তানের খেলাটা দেখেছি। তাদের সাথে আমাদের খেলাটা প্রতিযোগিতামূলকই হবে। গতিতে আমরাও পাকিস্তানের থেকে কম নই। আমাদের যে খেলা, সেটার ধারাবাহিকতা ধরে রাখার এবং দেশের জন্য সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টা করব।’
পাকিস্তানকে হারিয়ে আসর শুরু করবে বাংলাদেশ, এমন আশা সহকারী কোচ মাহবুবুর রহমান লিটুর। জানিয়েছেন দলের সবার সুস্থতার কথাও।
‘২০ তারিখ আমাদের প্রথম ম্যাচ, পাকিস্তানের বিপক্ষে। আমরা পাকিস্তানের খেলা দেখেছি, ভিডিও সংগ্রহ করেছি এবং তা নিয়ে আমরা কাজ করছি। ওদের দুর্বলতা ও শক্তির জায়গাগুলো মূল্যায়ন করছি। আজকে একটা ভিডিও সেশন আছে, সেখানে মেয়েদের সামনে পাকিস্তানের পয়েন্টগুলো তুলে ধরবো। আমাদের মেয়েরা সবাই সুস্থ আছে। দু-একজনের হয়তো হালকা ঠাণ্ডা লেগেছে, ওটা ম্যাটার করে না। আশা করি পাকিস্তানের বিপক্ষে আমাদের মেয়েরা ভালো খেলে জয় নিয়ে মাঠ ছাড়বে।’









