টানা দুই জয়ে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের আসর শুরু ভারতের। তৃতীয় ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে হার দেখল স্বাগতিক দলটি। দারুণ প্রত্যাবর্তন করে লড়াইয়ের পুঁজি পেয়েছিল ভারত। তবে প্রোটিয়া মেয়েরা জয় তুলে নিয়েছে ৩ উইকেটে।
ভিশাখাপত্তমে টসে হেরে আগে ব্যাটে নামে ভারত। ৪৯.৫ ওভারে ২৫১ রানে গুটিয়ে যায় স্বাগতিক দল। জবাবে নেমে ৭ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে সাউথ আফ্রিকা।
১০২ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। সেখান থেকে দলকে টেনে নেন রিচা ঘোষ। স্নেহ রানাকে সঙ্গী করে লড়াইয়ের পুঁজি এনে দেন। ১১ চার ও ৪ ছক্কায় ৭৭ বলে ৯৪ রান করেন রিচা। ২৪ বলে ৩৩ রান করেন স্নেহ রানা। এর আগে প্রতিকা রাওয়াল ৩৭ রান, স্মৃতি মান্ধানা ২৩ রান করেন।
প্রোটিয়া বোলারদের মধ্যে কোল ট্টায়ন ৩ উইকেট নেন। ননকুলুলেকো মালবা, নাদিন ডি ক্লার্ক ও মারিজানে ক্যাপ দুটি করে উইকেট নেন।
জবাবে নেমে লৌরা উলভার্ট একপ্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারায় প্রোটিয়ারা। দলীয় ১৪২ রানে উলভার্ট ফিরে যান ১১১ বলে ৭০ রান করে। পরে কোল ট্রায়নকে নিয়ে ঝড় তোলেন নাদিন ডি ক্লার্ক। ট্রায়ন ফিরে যান ৬৬ বলে ৪৯ রান করে। ৫ ছক্কা ও ৮ চারে ৫৪ বলে ৮৮ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন ক্লার্ক।
ভারত বোলারদের মধ্যে ক্রান্তি গৌড় ও স্নেহ রানা দুটি করে উইকেট নেন।









