২০২৬ মেয়েদের আইপিএলের নিলামে নিবন্ধন করেছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার পেসার মারুফা আক্তার, অলরাউন্ডার রাবেয়া খান ও স্বর্ণা আক্তার। মারুফা ও রাবেয়ার নাম তোলা হলেও তাদের দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
বৃহস্পতিবার দিল্লিতে অনুষ্ঠিত এ নিলামে মারুফার ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ রুপি। প্রথম রাউন্ডে তার নাম উঠলেও কোনো দল আগ্রহ দেখায়নি। ফলে অবিক্রিত থেকে যেতে হয় তাকে।
রাবেয়া খানকে তোলা হয় নিলামের শেষ দিকে। স্পিন-বোলিং অলরাউন্ডার হিসেবে সাম্প্রতিক পারফরম্যান্স ভালো হলেও আইপিএলের কোনো দল আগ্রহ দেখায়নি। স্বর্ণা আক্তারের নাম তোলা হয়নি নিলামে।
মেগা নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন দীপ্তি শর্মা। ভারতের তারকা অলরাউন্ডারকে পেতে রাইট টু ম্যাচ অপশন ব্যবহার করে ৩ কোটি ২০ লাখ রুপি খরচ করেছে ইউপি ওয়ারিয়র্স। দ্বিতীয় সর্বোচ্চ দাম পেয়েছেন অ্যামেলিয়া কার। নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডারকে ফেরাতে মুম্বাই ইন্ডিয়ান্সের খরচ হয়েছে ৩ কোটি। এ ছাড়া সোফি ডিভাইন ২ কোটি, ম্যাগ ল্যানিং ১ কোটি ৯০ লাখ, শ্রী চরনি বিক্রি হয়েছেন ১ কোটি ৩০ লাখ রুপিতে।
২০২৬ সালের ৯ জানুয়ারি গড়াবে মেয়েদের আইপিএলের আসন্ন আসর। ৫ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের।









