আগামী মার্চে অস্ট্রেলিয়ায় গড়াবে মেয়েদের এশিয়ান কাপ। আসর সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ। কোচ পিটার জেমস বাটলারের দলে নেই সাবিনা খাতুন, মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকারদের মতো তারকারা।
এশিয়ান কাপ সামনে রেখে বুধবার প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয় নারী দল। এদিন সন্ধ্যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ২৯ সদস্যের দল জানায়। দলে ডাক পেয়েছেন সুইডেন প্রবাসী ফুটবলার অনিকা রানিয়া সিদ্দিকী।
এশিয়ান কাপে ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। ৩ মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্বে যাত্রা শুরু করবে বাঘিনীরা। এরপর ৬ মার্চ নর্থ কোরিয়া ও ৯ মার্চ উজবেকিস্তানের বিপক্ষে খেলবে লাল-সবুজের মেয়েরা।
বাংলাদেশের প্রাথমিক দল: শামসুন্নাহার জুনিয়র, মনিকা চাকমা, মারিয়া মান্দা, তহুরা খাতুন, শামসুন্নাহার সিনিয়র, মিলি আক্তার, সিনহা জাহান শিখা, তনিমা বিশ্বাস, রুমা আক্তার, হালিমা আক্তার, সুলতানা, উম্মে কুলসুম, নবিরন খাতুন, ফেরদৌসী আক্তার, কোহাতি কিসকু, আইরিন খাতুন, সুরমা জান্নাত, সাগরিকা, উমহেলা মারমা, রুপনা চাকমা, স্বর্ণা রানী মণ্ডল, আফঈদা খন্দকার, শিউলি আজিম, স্বপ্না রানী, শাহেদা আক্তার রিপা, ঋতুপর্ণা চাকমা, নাদিয়া আক্তার জুই, অনিকা রানিয়া সিদ্দিকী ও উন্নতি খাতুন।









