ছেলেদের অ্যাশেজে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডকে হারিয়েছে অস্ট্রেলিয়া। মেয়েদের অ্যাশেজেও ঘটল পুনরাবৃত্তি। সিরিজের একমাত্র টেস্টে ইংল্যান্ডকে হেসেখেলেই হারিয়েছে অ্যালিসা হিলির দল।
সোমবার নটিংহ্যামে ম্যাচের পঞ্চম দিনে হেদার নাইটদের ৮৯ রানে হারায় অস্ট্রেলিয়া। জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ১৫২ রান। চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার দেয়া ২৬৮ রানের লক্ষ্যে নেমে ৫ উইকেটে ১১৬ রান তুলেছিল ইংল্যান্ড।
পঞ্চম দিনে শুরু করেছিলেন কেট ক্রস ও অ্যামি জোনস। তাদের খুব একটা সময় টিকতে দেননি অজি অলরাউন্ডার অ্যাশলে গার্ডনার। ফেরান শুরুতেই। শুধু তাদেরই নয়, এদিন ইংলিশ ব্যাটিং লাইনআপে ধস নামিয়েছেন গার্ডনার। শিকার করেছেন বাকি ৩ ব্যাটারকেও। শেষদিনে ১৫২ রানের জন্য নেমে আর ৬২ রান তুলতে পেরেছে ইংল্যান্ড।
বৃহস্পতিবার শুরু হওয়া ম্যাচে টসে জিতে আগে ব্যাটে নেমে সাদারল্যান্ডের রেকর্ড গড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৪৭৩ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ১৮৪ বলে ১৩৭ রানে অপরাজিত থাকেন সাদারল্যান্ড। ১৫৩ বলে ৯৯ রান করে ফেরেন অ্যালিসা পেরি। ৮৩ বলে ৬১ রান করেন তাহিয়া ম্যাকার্থ। ইংল্যান্ডের হয়ে ৫ উইকেট শিকার করেন সোফি একেলেস্টোন।
জবাবে নেমে ট্যামি বিউমন্টের দ্বিশতকে শুরুটা দারুণ হলেও ১০ রান পিছিয়ে থেকে ৪৬৩ রানে সব উইকেট হারায় ইংল্যান্ড। ৩৩১ বলে ২০৮ রান করেন বিউমন্ট। ১১১ বলে ৭৮ রান করে ফেরেন নাট স্কেভার ব্রান্ট। অধিনায়ক হেদার নাইট করেন ৯১ বলে ৫৭ রান। অজিদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন অ্যাশলে গার্ডনার।
১০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে ২৫৭ রানে সব উইকেট হারায় অস্ট্রেলিয়া। উল্লেখযোগ্য রান করেছেন বেথ মুনি (১৬৮ বলে ৮৫), অ্যালিসা হিলি (৬২ বলে ৫০) ও ফোবে লিচফিল্ড (৭৩ বলে ৪৬)। দ্বিতীয় ইনিংসেও বল হাতে দাপট দেখিয়েছেন সোফি একেলেস্টোন, শিকার করেছেন ৫ উইকেট।
২৬৮ রানের লক্ষ্যে নেমে অ্যাশলে গার্ডনারের তোপে পড়ে ১৭৮ রানে সব উইকেট হারায় ইংল্যান্ড। কেবল ড্যানি ওয়াট করেছেন উল্লেখযোগ্য রান। ৮৮ বলে ৫৪ রান করে ফেরেন তিনি। বল হাতে ৮ উইকেট নেন অজি স্পিনার অ্যাশলে গার্ডনার।








