জুনে ইংল্যান্ড এন্ড ওয়েলসে বসতে চলেছে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ। আসর সামনে রেখে ১২ দলের মধ্যে ৪ দলকে বাছাই খেলে আসতে হবে। যার মধ্যে রয়েছে বাংলাদেশও। বাছাইপর্বে প্রথম ম্যাচে শারমিন আক্তার সুপ্তার ৬৩ রানের ঝড়ো ইনিংসে মার্কিন যুক্তরাষ্ট্রকে ১৬০ লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ।
নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় মার্কিনীরা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রানের সংগ্রহ গড়েছে নিগার সুলতানা জ্যোতির দল। ১৬০ রানের লক্ষ্যে ব্যাট করবে আদিতিবা চুধাসামার দল।
ব্যাটিংয়ে নেমে ২৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। দুই ওপেনার দিলারা আক্তার এবং জুয়ারিয়া ফেরদৌস, ১৭ রান করে আউট হন। সুপ্তা ৮ চার এবং এক ছক্কায় ৩৯ বলে ৬৩ রানের ইনিংস খেলেন। জ্যোতি ২, সোবহানা মোস্তারি ৩২, স্বর্ণা আক্তার অপরাজিত ১৬ এবং রাবেয়া খান অপরাজিত ৬ রান করেন।
যুক্তরাষ্ট্রের হয়ে মাহি মাদভানা ৩টি এবং ঈশানী ভাঘেলা ২টি উইকেট নেন।









