ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে-অফ রাউন্ডের আগে তিন দল নিয়ে মেয়েদের টুর্নামেন্ট হচ্ছে নিয়মিত। আসরটির অফিসিয়াল নাম, উইমেন্স টি-টুয়েন্টি চ্যালেঞ্জ। যেখানে খেলার অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের তিন নারী ক্রিকেটার সালমা খাতুন, জাহানারা আলম, শারমিন আক্তার সুপ্তার।
ভারতের লিগে সালমা নিয়মিত পারফর্ম করে সুনাম কুড়াচ্ছেন। ডাক পাচ্ছেন প্রতিটি আসরেই। নারী ক্রিকেটারদের দাবি ভারতকে অনুসরণ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সময়ও এরকম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের।
এটি নিয়ে ভাবনা আছে বিসিবির উইমেন্স উইংয়ের। তবে আলোর মুখ দেখতে আরও সময় লাগবে বলে জানালেন বিসিবি পরিচালক ও উইমেন্স উইং চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।
বিপিএলের আগামী তিন আসরের তারিখ চূড়ান্ত করেছে বিসিবি। শফিউল আলম চ্যানেল আই অনলাইনকে বললেন, ‘বিপিএলের আগামী দুই মৌসুমে মেয়েদের ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু করা না গেলেও তৃতীয় মৌসুমে আমরা করার চেষ্টা করব।’








