গোপালগঞ্জের কোটালীপাড়ার চৌধুরীরহাট এলাকার মাছ বাজার থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রতিবেদনটি লেখা পর্যন্ত উদ্ধার করা লাশের নাম-পরিচয় জানা যায়নি।
রোববার (২ জুন) সকালে কোটালীপাড়া থানা পুলিশ এ লাশ উদ্ধার করেন। নিহত ওই নারীকে কারা এবং কেন হত্যা করেছে তার রহস্য এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ।
কোটালীপাড়া থানার ইনেসপেক্টর (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম বলেন, রোববার সকালে স্থানীয় জনগণ মাছ বাজার এলাকায় নারীর মরদেহ দেখে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও বলেন, বাজারের মানুষজন ওই নারীকে বেশ কয়েক বছর ধরে এলাকায় ঘোরাফেরা করতে দেখেছেন।









