গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় ঝর্ণা বেগম (৪০) নামের ব্যাটারিচালিত অটোরিকশার এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও ৩ জন।
সোমবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ঝর্ণা বেগম উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী নয়াপাড়া গ্রামের আব্বাস আলীর স্ত্রী। এ ঘটনায় আহতরা হলেন একই গ্রামের মৃত মাসিম খন্দকারের পুত্র আব্দুল খালেক (৪৫), গেল্লা মিয়ার পুত্র দুলু মিয়া (৫০) ও জাহিদ মিয়া।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন বলেন, একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত রিকশা যাত্রী নিয়ে গোবিন্দগঞ্জ শহরের দিকে আসার সময় সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় হঠাৎ ভ্যানটির এক্সেল ভেঙে গেলে যাত্রীরা সকলেই সড়কের ওপর ছিটকে পড়ে। এসময় পিছন দিয়ে যাওয়ার সময় অজ্ঞাতনামা একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ঝর্ণা বেগম নামের এক নারী নিহত ও অন্যরা আহত হয়। দ্রুত পালিয়ে যাওযায় কাভার্ডভ্যাটি আটক করা সম্ভব হয়নি।









