ভারতের উত্তরপ্রদেশের তেলেঙ্গানার রাঙ্গা রেড্ডি জেলায় রেললাইনের উপর গাড়ি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করেছেন ৩৪ বছর বয়সী এক নারী। এ ঘটনায় সাময়িকভাবে বন্ধ হয়ে যায় সেই রুটের ট্রেন যোগাযোগ।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ১৩ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, ওই নারী একটি গাড়ি রেললাইনের উপর দিয়ে চালাচ্ছেন।
আরেকটি ভিডিওতে দেখা যায়, স্থানীয় বাসিন্দারা, রেলওয়ে স্টাফ এবং পুলিশ সদস্যরা তাকে গাড়ি থেকে বের করে আনার চেষ্টা করছে। শেষ পর্যন্ত স্থানীয়দের সহায়তায় তাকে গাড়ি থেকে বের করে হাত বেঁধে ফেলা হয়। তখন ওই নারীকে হিন্দিতে বলতে শোনা যায়, “আমার হাত খুলে দাও।
রেলওয়ের এক কর্মকর্তা জানান, রেলওয়ে স্টাফ এবং পুলিশ সদস্যরা দৌড়ে গাড়ির পেছনে ছুটে যান। শেষ পর্যন্ত তারা গাড়িটি থামাতে সক্ষম হন। অন্তত ২০ জনের প্রয়োজন হয় তাকে গাড়ি থেকে বের করতে। তিনি কোনো ধরনের সহযোগিতা করেননি।
রেলওয়ে পুলিশ সুপার (এসপি) চন্দনা দীপ্তি জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে, ওই নারী একটি বহুজাতিক কোম্পানিতে চাকরি করতেন। তিনি উত্তর-প্রদেশের বাসিন্দা। গাড়ি থেকে তার ড্রাইভিং লাইসেন্স ও প্যান কার্ড উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, ওই নারী মানসিকভাবে অস্থির ছিলেন এবং তিনি আত্মহত্যার চেষ্টা করে ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে সাজাতে চেয়েছেন কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে।
রেলওয়ে সূত্র জানায়, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অন্তত ১০-১৫টি যাত্রীবাহী ট্রেনের রুট পরিবর্তন করা হয়, যার মধ্যে বেঙ্গালুরু-হায়দরাবাদের ট্রেনও রয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই নারীকে নিরাপত্তা হেফাজতে নেয়া হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।









