‘আমার দুই সন্তানের কাছে আমি অন্ধ মা হয়ে গেছি। আমার এই অন্ধ হওয়ার জন্য একমাত্র দোষী শেখ হাসিনা।’ ২০২৪ সালের ১৮ জুলাই যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে এক চোখ অন্ধ হয়ে যাওয়া পারভিন সোমবার (৪ জুলাই) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দেয়া সাক্ষ্যে একথা বলেন।
আট মাসের অন্তঃসত্ত্বা পারভিন সাক্ষীর ডায়াসে দাঁড়িয়ে তার জবানবন্দিতে বলেন, আমার নাম পারভিন। বয়স ২৭। আমি ঢাকার যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় থাকতাম। এখন বরিশালে স্বামীর বাড়িতে থাকি। ঢাকায় থাকা অবস্থায় আমি দিন মজুরের কাজ করতাম। ২০২৪ সালের ১৮ জুলাই প্রতিদিনের মতো জুরাইনে ৫ টা পর্যন্ত কাজ করে লেগুনা স্ট্যান্ডে আসি। তবে এখানে কোন গাড়ি না পেয়ে হেঁটে রওনা হই। যাত্রাবাড়ী এসে দেখি অনেক মানুষ আহত হয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। যাত্রাবাড়ী ফ্লাইওভারের নিচে ১৮/১৯ বছরের একটা ছেলেকে পড়ে থাকতে দেখি। ছেলেটি চিৎকার করছিল আর তার সারা শরীর রক্তাক্ত ছিল। এছাড়া তার দুই চোখ দিয়ে রক্ত বের হচ্ছিল। ছেলেটির গলায় একটা আইডি কার্ড ছিল। ছেলেটি শুধু বলে আমাকে বাঁচান। এক পর্যায় ছেলেটি দাঁড়িয়ে আমাকে ধরে আমার ঘাড়ে মাথা দেয়। আমি রিক্সা খুঁজতে থাকি ওকে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য।
তো এ সময় ১৪ -১৫ জন পুলিশ মারমুখী হয়ে ওই ছেলেটাকে লক্ষ্য করে গুলি করে। ওই ভাজার মত গুলি এই ছেলেটার পিঠে লাগে। আমি বাম হাত তুলে গুলি না করতে অনুরোধ করি। তখন একজন পুলিশ আমার বাম চোখে গুলি করে। এরপর তিনজন পুলিশ আমার তলপেটসহ কয়েক জায়গায় গুলি করে। এ সময় আমার চোখ দিয়ে ফিল্কি দিয়ে রক্ত বের হচ্ছিল। রক্তে রাস্তা ভেসে যাচ্ছিল। এক পর্যায়ে ছেলেটাকে নিয়ে আমি রাস্তায় পড়ে যাই। এসময় ছেলেটা একটা নিঃশ্বাস নিয়ে ছাট দেয়। মনে হচ্ছিল ওইসময় ছেলেটি মারা যায়। পরে লোকজন এসে বলে ছেলেটি তো মারা গেছে মেয়েটি জীবিত আছে। এমন একটি সিএনজি আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে আনার পর গড়িমসি করা হয় এবং বলা হয় এটা তো পুলিশ কেস। তখন লোকজন বলে তাহলে কি উনি মারা যাবে?
এ সময় একজন নার্স এসে বলে, আপনার ড্রপ লাগবে? ২৫০ টাকা আছে? আমি বলি, আমার কাছে কোন টাকা নেই। তখন অন্য একজন মহিলা ২৫০ টাকা দিয়ে একটি ড্রপ কিনে দেয়। পড়া আর কোন চিকিৎসা না করে ডাক্তাররা চলে যায়। আমার এই অবস্থার খবর পেয়ে সাথে সাথে রওনা দিয়ে পরের দিন সকালে আমার স্বামী বরিশাল থেকে এসে পৌছায়। তখন ডাক্তাররা তাকে বলে আপনারা স্ত্রীর অপারেশনের জন্য কিছু জিনিস কেনাকাটা লাগবে। তখন আমার স্বামী কিছু আসবাবপত্র ও আমার কানের দুল বিক্রি করে টাকা জোগাড় করে। পরবর্তীতে আমার অপারেশন হয় ও আমার চোখ থেকে তিনটি গুলি বের হয়। এছাড়া ডাক্তার রা দেখেন আরো গুলি ভিতরে রয়েছে। পরে আমাকে চক্ষু বিজ্ঞান হাসপাতালে যেতে বলা হয় এবং আমার স্বামী আমাকে চক্ষু বিজ্ঞান হাসপাতালে নিয়ে যায়।সেখানে ভর্তি হওয়ার পর আমার অপারেশন হয়নি।
৫ আগস্ট দেশ স্বাধীন হবার পর আমার অপারেশন হয়। এখনো আমার তলপেটে অনেক গুলি আছে যা বের করা সম্ভব হয়নি। আমি এখন আট মাসের অন্তঃসত্ত্বা। আমি ন্যায়বিচার পেতে আপনাদের কাছে এসেছি। আমার একটি চোখ (বাম) ড্যামেজ হয়ে গেছে চিকিৎসার অবহেলার কারণে। এছাড়া আমার ডান চোখেও কম দেখি। আমার দুই সন্তানের কাছে আমি এখন অন্ধ মা হয়ে গেছি। অন্ধ হওয়ার জন্য একমাত্র দোষী শেখ হাসিনা। আমার দুই সন্তানও চায় তার মায়ের অন্ধত্বের বিচার হোক। তাই আমি আমার অন্ধত্ব ও শহীদের এবং আহতদের জন্য বিচার চাই। এক্ষেত্রে শেখ হাসিনা পুলিশের মা-বাবা। তার নির্দেশে পুলিশ গুলি করেছে। তার নির্দেশ ব্যতীত পুলিশ এভাবে গুলি করতে পারে না।’
ট্র্যাইব্যুনালে পারভিন সাক্ষী দেয়ার সময় বার বার কান্নায় ভেঙে পড়েন। একপর্যায়ে তার সাক্ষ্য গ্রহণের পর জেরা করা হয়। জেরা করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। এরপর ট্র্যাইব্যুনাল পরবর্তী সাক্ষ্যের জন্য আগামী ৬ আগস্ট দিন ধার্য করেন।
আজ ট্রাইব্যুনাল প্রসিকিউসন পক্ষে চিফ প্রসিকিউটর ও প্রসিকিউটর মিজানুল ইসলাম শুনানি করেন। এক সময় অপর প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, শেখ হাসিনার পক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন। আর এই মামলায় গ্রেপ্তার হয়ে ট্রাইব্যুনালে হাজির হওয়া আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পক্ষে ছিলেন আইনজীবী যায়েদ বিন আমজাদ।
গতকাল এই মামলায় সূচনা বক্তব্য উপস্থাপনের পর ট্র্যাইব্যুনালে প্রথম সাক্ষ্য দেন খোকন চন্দ্র বর্মন। তিনি গত বছরের ১৮ জুলাই নারায়নগঞ্জের সাইনবোর্ড এলাকায় তার সামনে সংঘটিত হতাহতের ঘটনা ও গুলিতে নিজের মুখমণ্ডল বিকৃত হওয়ার বিষয়ে সাক্ষ্য দেন। পরবর্তীতে গতকাল তাকে জেরা করা শেষ হয়।
মানবতাবিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে গত ১০ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এছাড়া এই মামলায় দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদঘাটনে (অ্যাপ্রোভার) রাজসাক্ষী হতে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের আবেদন মঞ্জুর করেন ট্র্যাইব্যুনাল। সেই সাথে এই মামলায় সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য ৩ আগস্ট ও সাক্ষ্যের জন্য ৪ আগস্ট দিন ধার্য করেন।
গত ১৬ জুন ট্র্যাইব্যুনাল-১ পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে হাজির হতে একটি বাংলা ও একটি ইংরেজি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন এবং পরদিন দুটি পত্রিকায় শেখ হাসিনা ও কামালকে ৭ দিনের মধ্যে আত্মসমর্পণ করতে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তবে বিজ্ঞপ্তি দেওয়ার পরেও পলাতক দুই আসামি ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় তাদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী দিয়ে এই মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করেন। সে অনুযায়ী শুনানি শেষে গত ১০ জুলাই এই মামলায় অভিযোগ গঠনের আদেশ দেন ট্র্যাইব্যুনাল-১।
গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে গত ১ জুন আনুষ্ঠানিক অভিযোগ (ফর্মাল চার্জ) আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। শেখ হাসিনার পাশাপাশি এই মামলায় অভিযুক্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগে মানবতাবিরোধী অপরাধের ৫টি অভিযোগ এনে অভিযোগ গঠনের আবেদন করে প্রসিকিউশন।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রথম মামলাটি (মিস কেস বা বিবিধ মামলা) হয় শেখ হাসিনার বিরুদ্ধে।
এই মামলাটি ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে গুম-খুনের ঘটনায় তাকে আসামি করা হয়েছে। অন্য মামলাটি হয়েছে, রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায়।
গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকার, এর দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করে বলে একের পর এক অভিযোগ জমা পড়ে। দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব অপরাধের বিচার কাজ চলছে।









