বাংলাদেশের প্রতিনিধি হয়ে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ‘মিস ইউনিভার্স ২০২৫’-এর প্রতিযোগিতায় অংশ নিয়েছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। আর কিছুদিন পরেই জানা যাবে, এবারের আসরের ‘মিস ইউনিভার্স’ বিজয়ীর নাম!
বর্তমানে মিথিলা আছেন থাইল্যান্ডে। সেখান থেকেই এক আবেগঘন খবর শেয়ার করেছেন তিনি। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মিথিলা লিখেছেন,“আমি কাঁদছি… সত্যি বলতে এখন বুঝতে পারছি না কী বলব। তোমাদের অমূল্য ৭৩,০০০ ভোটে আমরা এখন বিশ্বের ৫ নম্বরে! কীভাবে সবাইকে ধন্যবাদ জানাব, তা ভাষায় প্রকাশ করতে পারছি না।”
পরিবার থেকে শুরু করে শোবিজের বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী এবং মিস ইউনিভার্স বাংলাদেশ টিমকে ধন্যবাদ জানিয়ে মিথিলা এসময় বলেন,“আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। বাংলাদেশে মুকুটটি আনার জন্য চলো এবার একসঙ্গে কাজ করি!”
মিথিলার এই আবেগঘন বার্তায় তার দেশপ্রেম, কৃতজ্ঞতা ও সাফল্যের আনন্দ একসঙ্গে মিশে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই পোস্ট ঘিরে ইতোমধ্যেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। তার সেই পোস্টটি শেয়ার করেছেন নায়িকা তমা মির্জা, সালমান মুক্তাদির, সামিরা খান মাহি, হৃদি শেখ এবং তরুণশিল্পী শেখ সাদীসহ অনেকে।
বর্তমানে থাইল্যান্ডে চলছে ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরের বিভিন্ন প্রাথমিক পর্ব ও ইভেন্ট। প্রতিটি ইভেন্টেই ঝলমলে উপস্থিতিতে নজর কাড়ছেন বাংলাদেশের এই প্রতিনিধি। ইতোমধ্যে একাধিক ক্যাটাগরিতে সেরা পাঁচে স্থান করে নিয়েছেন মিথিলা।
অনেক আন্তর্জাতিক পেজেন্ট বিশ্লেষক ও সৌন্দর্য প্রতিযোগিতার ভক্তরা মনে করছেন, ভারত ও বাংলাদেশের প্রতিযোগী এবারের আসরে শীর্ষ অবস্থানে থাকতে পারেন। বাংলাদেশের জন্য এটি নিঃসন্দেহে বড় একটি অর্জনের ইঙ্গিত।
উল্লেখ্য, তানজিয়া জামান মিথিলা চলতি বছরের সেপ্টেম্বরে ‘ফ্লোরাব্যাংক মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জেতেন। তিনি শুধু একজন মডেল ও অভিনেত্রীই নন, বরং বাল্যবিবাহবিরোধী প্রচারণা এবং সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজের জন্যও পরিচিত।
২০২০ সালেও তিনি একই খেতাব অর্জন করেছিলেন, তবে করোনাভাইরাস পরিস্থিতির কারণে আন্তর্জাতিক পর্বে অংশ নিতে পারেননি। ২০২৫ সালে পুনরায় এই সাফল্য অর্জন করে ইতিহাস গড়েছেন মিথিলা।









