টি-টুয়েন্টিতে গত বছর দারুণ পারফর্ম করেছেন মোস্তাফিজুর রহমান। বল হাতে আলো ছড়ানোর স্বীকৃতি পেলেন এবার টাইগার পেসার। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট উইজডেনের টি-টুয়েন্টি একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ তারকা।
গত বছর মাঠে গড়ানো আন্তর্জাতিক টি-টুয়েন্টি এবং বিভিন্ন টি-টুয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগের ম্যাচের পারফরম্যান্স বিবেচনা করে একাদশ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে উইজডেন।
২০২৫ সালে টি-টুয়েন্টিতে অন্তত ১৫০ ওভার বল করেছেন, এমন বোলারদের মধ্যে মোস্তাফিজের গড় ১৮.০৩। যার ধারেকাছেও কেউ যেতে পারেননি। কোনো পেসারই তার মতো কম খরুচে ছিলেন না। আর স্ট্রাইক রেটে শুধু জেসন হোল্ডার তার চেয়ে এগিয়ে ছিলেন।
স্বীকৃত টি-টুয়েন্টিতে ২০২৫ সালে ৪৩ ইনিংসে ১৫৬.৫ ওভার বোলিং করেন মোস্তাফিজ। ওভারপ্রতি ৬.৭৮ রান খরচ করে ৫৯ উইকেট নেন। ১৫.৯ স্ট্রাইক রেট টাইগার পেসারের। সেরা বোলিং ফিগার ১১ রানে ৩ উইকেট। আর হোল্ডার গত বছর ২৫০.২ ওভার বল করে সর্বোচ্চ ৯৭ উইকেট নেন। তার স্ট্রাইক রেট ১৫.৪ হলেও গড় ২১.৪২।
দুজন করে স্পিনার, পেসার এবং পেস অলরাউন্ডার দিয়ে এই বর্ষসেরা একাদশ বানিয়েছে উইজডেন। স্পিনে ভারতের বরুণ চক্রবর্তীর সঙ্গে আছেন ওয়েস্ট ইন্ডিজের সুনিল নারিন। পেস বোলার হিসেবে মোস্তাফিজের সঙ্গী নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি। আর পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন ইংল্যান্ডের স্যাম কারেন ও ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার।
উইজডেনের বর্ষসেরা (২০২৫ সাল) টি-টুয়েন্টি একাদশ
অভিষেক শর্মা, ফিল সল্ট, ডেওয়াল্ড ব্রেভিস, স্যাম কারেন, ডনোভান পেরেইরা, টিম ডেভিড, সুনিল নারিন, জেসন হোল্ডার, জ্যাকব ডাফি, মোস্তাফিজুর রহমান, বরুণ চক্রবর্তী।









