Advertisements
বরগুনায় প্রকৃতিতে শীতের আমেজ এলেও বাজারে ক্রেতাদের স্বস্তি নেই। এই সময়ে শীতকালীন বিভিন্ন সবজির সরবরাহ বাড়ায় দাম কমার কথা। তবে এবার সবজির দাম চড়া থাকায় ভোগান্তিতে সাধারণ ক্রেতারা। বরগুনা সংবাদদাতার তথ্যচিত্রে আল মুকসিদের রিপোর্ট।








