উইম্বলডনে শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনার পেড্রো ক্যাচিনকে হারিয়ে কোর্ট ছেড়েছেন নোভাক জোকোভিচ। বৃষ্টি বিলম্বিত ম্যাচে ৬-৩, ৬-৩, ৭-৬ (৭-৪) ব্যবধানে জয় পেয়েছেন সার্বিয়ান মহাতারকা। প্রথম রাউন্ডের অন্য ম্যাচে ফ্রেঞ্চ তারকা লরেন্ট লোকলিকে হারিয়েছেন নরওয়েজিয়ান তারকা ক্যাসপার রুড।
জোকোভিচ-পেড্রোর ম্যাচের ফল বের হতে সময় লেগেছে প্রায় ৪ ঘণ্টা। তবে কোর্টে জোকোভিচ সময় নেন ২ ঘণ্টার মতো। অষ্টম উইম্বলডন শিরোপা জয়ের লক্ষ্যে পরের রাউন্ডে তিনি খেলবেন জর্ডান থম্পসনের বিপক্ষে।
মেয়েদের এককে প্রথম রাউন্ডে আমেরিকান ভেনাস উইলিয়ামস জয় পাননি ইউক্রেনের এলিনা স্বিতোলিনার সঙ্গে। রোমাঞ্চকর ম্যাচ শেষে ৪৩ বর্ষী ভেনাস ফিটনেস সমস্যায় থাকা সত্ত্বেও জয়ের জন্য লড়াই করেছিলেন। শেষ পর্যন্ত হার নিয়ে কোর্ট ছাড়তে হয়েছে প্রতিযোগিতাটির পাঁচবারের চ্যাম্পিয়নকে।
আরেক ম্যাচে টেনিস র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ইগা সুয়াটেক ৬-১, ৬-৩ ব্যবধানে চীনের ঝু লিনকে হারিয়ে উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন।
ইনজুরি-বিধ্বস্ত ক্যারিয়ারে প্রথমবারের মতো উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন ব্রিটেনের জোডি বুরেজ। ২৪ বর্ষী তারকা আমেরিকান ক্যাটি ম্যাকন্যালিকে ৬-১, ৬-৪ ব্যবধানে হারিয়েছেন।
এদিকে ছেলেদের প্রথমদিনের খেলায় হ্যারিয়েট ডার্ট ৬-৭ (৪-৭), ৬-০, ৬-৪ ব্যবধানে হেরেছেন ফ্রান্সের ডায়ান প্যারির কাছে এবং কেটি সোয়ান ৭-৫, ৬-২তে পরাজিত হয়েছেন বেলিন্ডা বেনসিকের কাছে।
ফ্রান্সের কুয়েন্টিন হ্যালিসের বিপক্ষে ম্যাচে ড্রয়ের প্রথমদিনে ড্যান ইভান্সও ছিলেন দুর্দান্ত, কিন্তু ইভান্সের সঙ্গে ৬-২, ৬-৩ সেটে পিছিয়ে থাকলেও শেষপর্যন্ত আলোর কারণে খেলা স্থগিত করা হয়।







