রেকর্ড ২৩ গ্র্যান্ড স্লাম জয়ের মালিক নোভাক জোকোভিচ। উইম্বলডনে সংখ্যাটিকে আরও বাড়িয়ে নেয়ার মিশনে রয়েছেন সার্বিয়ান তারকা। তাতে নিজের রেকর্ডকে করে চলেছেন সমৃদ্ধ। অস্ট্রেলিয়ার জর্ডান থম্পসনকে হারিয়ে পেলেন ক্যারিয়ারের ৩৫০তম গ্র্যান্ড স্লাম ম্যাচ জয়ের দেখা।
উইম্বলডনে টানা চারবারের শিরোপাজয়ী গড়েছেন আরেক কীর্তি। প্রায় দেড়শ বছরের পুরনো আসরে জিতলেন টানা ৩০ ম্যাচ।
প্রথম সেটে জোকো ৬-৩ ব্যবধানে জিতলেও পরের সেটে তাকে কঠিন পরীক্ষাতেই পড়তে হয়। টাইব্রেকে ৭-৬ ব্যবধানে অবশ্য জিতে যান ৩৬ বর্ষী তারকা। তৃতীয় সেটে ৭-৫ ব্যবধানে জয় নিয়ে কোর্ট ছাড়েন জোকোভিচ। র্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা তারকা কাটেন তৃতীয় রাউন্ডের টিকিট।
এদিকে, মেয়েদের এককে স্পেনের সারা সোরিবেস তোরমোকে উড়িয়ে দিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন ইগা সুয়েটেক। র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা পোলিশ তারকা ৬-২ ও ৬-০ ব্যবধানে জয় পান।








