ইতালির লরেঞ্জো মুসেত্তিকে হারিয়ে উইম্বলডনের ফাইনালে উঠেছেন কিংবদন্তি নোভাক জোকোভিচ। শিরোপা নির্ধারণী খেলায় প্রতিপক্ষ কার্লোস আলকারাজ। স্পেন তারকা রাশিয়ার দানিল মেদভেদেভকে পরাজিত করে ফাইনালে পা দিয়েছেন।
সেন্টার কোর্টে শুক্রবার রাতে মুসেত্তিকে ৬-৪,৭-৬ (৭ /৬) ও ৬-৪ গেমে হারিয়ে দেন জোকোভিচ। তিনি দশমবারের মতো উইম্বলডনের ফাইনালে খেলবেন।
ফাইনালে জয় পেলে ছেলে ও মেয়েদের মিলিয়ে রেকর্ড সর্বাধিক ২৫ গ্র্যান্ড স্লাম জয়ের মালিক হবেন জোকো। সার্বিয়ান তারকা বর্তমানে মার্গারেট কোর্টের সমান ২৪টি গ্র্যান্ড স্লাম জিতেছেন।
আরেক খেলায় শুরুতে মেদভেদেভের বিপক্ষে টাইব্রেকারে ৬-৭ (১-৭) গেমে হেরে হোঁচট খান আলকারাজ। পরের তিন সেটে দারুণ প্রত্যাবর্তনে ৬-৩, ৬-৪ ও ৬-৪ গেমে জিতে ফাইনালের টিকিট কাটেন।
গতবছর উইম্বলডনে ট্রফি উঁচিয়ে ধরেছিলেন আলকারাজ। এবার জিতলে হবে টানা দ্বিতীয়বার। চলতি বছর ফ্রেঞ্চ ওপেন জিতেছেন ২১ বর্ষী স্পেনিয়ার্ড। উইম্বলডন জিতলে বছরে টানা দ্বিতীয় শিরোপা জয়ের স্বাদও পাবেন।









