অভিষেকে বিশ্বরেকর্ড গড়েছেন সাউথ আফ্রিকার ওপেনার ম্যাথু ব্রিটজকে। একমাত্র খেলোয়াড় হিসেবে ওয়ানডে অভিষেকে দেড়শ রানের ইনিংস উপহার দিয়েছেন। তার কীর্তি ম্লান করে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে ৬ উইকেটের জয় এনে দিয়েছেন কেন উইলিয়ামসন। তার অনবদ্য সেঞ্চুরিতে কিউইরা লক্ষ্য ছুঁয়েছে ৮ বল হাতে রেখে। পাকিস্তানে চলতি ত্রিদেশীয় সিরিজে টানা দুই জয়ে ফাইনালও নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।
এর আগে ট্রাইনেশন সিরিজের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে ৭৮ রানের বড় ব্যবধানে হারিয়েছিল কিউইবাহিনী। অন্যদিকে, সামনে পাকিস্তান ও সাউথ আফ্রিকার মুখোমুখি ম্যাচটি কার্যত নকআউট লড়াই। যারা জিতবে ফাইনালে তারা কিউইদের মুখোমুখি হবে।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সোমবার টসে জিতে শুরুতে প্রোটিয়াদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। ব্যাটে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০৪ রানের বড় পুঁজি পায় সাউথ আফ্রিকা। তাড়ায় নেমে ৪৮.৪ ওভারে কেবল ৪ উইকেট হারিয়ে ৩০৮ রান করে জয়ের বন্দরে নোঙর ফেলে ব্ল্যাক ক্যাপস দল। দুদলের ইনিংস মিলিয়ে রান উঠেছে মোট ৬১২। ওয়ানডেতে এই দুদলের ম্যাচে এটাই সর্বোচ্চ মোট রান। আগের ছিল ১৯৯৮ সালে করা ৫৯৮ রান।
ব্যাটে নেমে সেঞ্চুরি হাঁকান প্রোটিয়া ওপেনার ব্রিটজকে। অভিষেকে আন্তর্জাতিক ওয়ানডেতে সেঞ্চুরি করা যেকোনো ব্যাটারের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত রানের (১৫০) রেকর্ড গড়েছেন ২৬ বর্ষী উইকেটরক্ষক-ব্যাটার। উইয়ান মুল্ডারের ৬৪ ও জেসন স্মিথের ৪১ রানে ভর করে ৩০৪ রানের লক্ষ্য দাঁড় করায় টেম্বা বাভুমার দল।
লক্ষ্য তাড়ায় নেমে সাবেক অধিনায়ক উইলিয়ামসনের ১১৩ বলে অপরাজিত ১৩৩ রানের অনবদ্য ইনিংসের সুবাদে ৮ বল হাতে রেখে দাপুটে জয় পায় নিউজিল্যান্ড। ২০১৯ সালের পর ওয়ানডে ক্যারিয়ারে ১৫তম সেঞ্চুরিটি পেলেন ৩৪ বর্ষী উইলিয়ামসন। ২০১১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৬৯ বলের পর উইলিয়ামসনের ওয়ানডে ক্যারিয়ারে এটি দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। এছাড়া ১০৭ বলে ৯৭ রান করে ফেরেন ডেভন কনওয়ে।









