সিলেট টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে দুর্দান্ত করা তাইজুল ইসলাম দ্বিতীয় ইনিংসেও বল হাতে ঝলক দেখিয়ে চলেছেন। তার বিধ্বংসী বোলিংয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন মৌসুমে প্রথম জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। শেষদিনে বাংলাদেশের প্রয়োজন ৩ উইকেট। দুই ইনিংসে ৮ উইকেট শিকার করলেও আফসোস আছে বাঁহাতি এ স্পিনারের। কারণ, নিউজিল্যান্ডের মাটিতে এমাসেই ফিরতি সিরিজে ওয়ানডে দলে নেই তিনি।
চতুর্থ দিন শেষে চালকের আসনে থাকা বাংলাদেশের পক্ষে সংবাদ সম্মেলনে এসে আফসোসের কথা জানান তাইজুল। কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজে সুযোগ না পাওয়া নিয়ে বলেন, ‘আফসোস তো সবারই থাকে, আমারও আফসোস আছে। গতকাল তো দল দিয়েছে, আপনারা দেখেছেন। আসলে এটা নিয়ে আমি কথা বলতে চাই না।’
চতুর্থ ইনিংসে তাইজুল-মিরাজ-নাঈমদের কাছে নিউজিল্যান্ডের ব্যাটাররা খাবি খেলেও উইকেটকে ভালো বলছেন দলটির বাঁহাতি স্পিনার অ্যাজাজ প্যাটেল। উইকেট সংক্রান্ত প্রশ্নে প্যাটেল বলেছেন, ‘না, এটা মোটেও খারাপ উইকেট না। তাদের বোলাররা বেশ ভালো বল করেছে। আমাদের আরও ভালো পরিকল্পনা নিয়ে আগামীদিন মাঠে নামতে হবে।’

প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা নিউজিল্যান্ডকে হারানোর দ্বারপ্রান্তে বাংলাদেশ। সে সংক্রান্ত প্রশ্ন আসতেই ৩১ বর্ষী তাইজুল বললেন, ‘বড় দলকে হারানোর মজাই আলাদা। এখনো জিতিনি, তবে সর্বোচ্চ চেষ্টা করছি। বড় দলকে হারালে আত্মবিশ্বাস বাড়ে, দল বদলে যাওয়ার আভাস থাকে। পুরো বছর যেন এই আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারি। কয়টা ম্যাচ জিতব বা জিতব না, তা জানি না। তবে বাংলাদেশকে যেন ভালো কিছু দিতে পারি।’
‘সর্বোপরি দেখতে গেলে সে অধিনায়ক, সে ভালো, সে সিদ্ধান্ত নিতে পারে। অনেক সিদ্ধান্ত সে নেয়, যেখানে সে আটকে যায়, আমাদের অনেক সিনিয়র ক্রিকেটার আছে, মুশফিক ভাই আছে, সৌরভ আছে, এমনকি আমার কাছেও বলে। যেখানে সে আটকে যায় সেখানে আমরা সাহায্য করার চেষ্টা করি। এ বাদে তার একটা জ্ঞান আছে, সে ৫-৬ বছর খেলতেছে, আন্তর্জাতিক ক্রিকেটের জ্ঞান তার মধ্যে আছে। আমার কাছে মনে হয় ও ভালো আছে।’ এ সিরিজের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সম্পর্কে এভাবেই বললেন তাইজুল।
প্রথম টেস্টের শেষদিনে জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ২১৯ রান। স্বীকৃত ব্যাটারদের মধ্যে শুধু ড্যারিল মিচেল ৪৪ রানে অপরাজিত আছেন। অন্যদিকে বিধ্বংসী বোলিং করা বাংলাদেশের প্রয়োজন আর ৩ উইকেট।








